পর্ণা চ্যাটার্জী, কলকাতাঃ গত সপ্তাহ থেকেই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বেশ বেশির দিকেই। আজ সপ্তাহের প্রথম দিন, আজ সকাল থেকেই আকাশ বেশ মেঘাচ্ছন্ন। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ রাজ্যের একধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি পুরো সপ্তাহ জুড়েই এমনই আবহাওয়া থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া অফিস। এমনকি আগামী কয়েকদিনে বৃষ্টির দাপট আরও কিছুটা বাড়বে বলেই আশা করা যাচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ প্রায় সমস্ত জেলাতেই কম বেশি ঝড় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি অরেঞ্জ অ্যালার্ট ও জারি করা হয়েছে।আগামী ৩ দিন পর্যন্ত চলতে পারে উত্তরবঙ্গের এই ভারী বৃষ্টিপাত। এদিকে চলতি বর্ষায় কলকাতায় এই প্রথম জল জমার মত ভারী বর্ষণ। আগামী কয়েকদিন কলকাতাতেও ভারী বৃষ্টিপাত জারি থাকার সম্ভাবনা।
দক্ষিণ বঙ্গের রাজ্যগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। মৌসুমি অক্ষরেখার কারনেই এই বৃষ্টিপাত বলে দাবী তাদের। অন্যদিকে একটি নতুন ঘূর্ণাবর্ত হয়েছে যেটি সিতামারি, কিসানগঞ্জ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত। আগামী ৪-৫ দিন মৌসুমি অক্ষরেখা একই স্থানে থাকবে বলেই বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে।