Home » আজ দুই বর্ষীয়ান অভিনেতার জন্মদিন

আজ দুই বর্ষীয়ান অভিনেতার জন্মদিন

পর্ণা চ্যাটার্জী, কলকাতাঃ আজকে বাংলা টলিউড ইন্ডাস্ট্রির দুই অন্যতম শক্তিশালী বর্ষীয়ান অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায় এবং বরুণ চন্দের জন্মদিন। দুজনেরই আজ ৭৮ তম জন্মদিন। ১৯৪৫ সালের ৩০ শে মে কলকাতায় ধৃতিমান চট্টোপাধ্যায় এবং ঢাকা বাংলাদেশে বরুণ চন্দ জন্মগ্রহণ করেন। দুই অভিনেতাই সত্যজিৎ রায়ের হাত ধরে তাদের চলচ্চিত্র জীবন শুরু করেছিল। ১৯৭০ সালে প্রতিদ্বন্দ্বী ছবিতে এবং ১৯৭১ সালে সীমাবদ্ধ ছবিতে যথাক্রমে দুজনের চলচ্চিত্র জীবন শুরু হয়।

এর পর একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন দুজনই। সত্যজিৎ রায়ের সাথে একাধিক ছবিতে কাজ করেছেন ধৃতিমান চট্টোপাধ্যায়। প্রতিদ্বন্দ্বী, পদাতিক, গণশত্রু আগন্তুক প্রভৃতি। বাংলা ছাড়াও তিনি হিন্দি ইংলিশ মালায়লাম প্রভৃতি বিভিন্ন ভাষাতেও কাজ করেছেন। গোরস্থানে সাবধান, নৌকাডুবি, নকশাল, সজারুর কাঁটা, ডবল ফেলুদা, প্রফেসর শঙ্কু ও এলডোরাডো তার বিখ্যাত কিছু বাংলা সিনেমা। এছাড়াও ২০২০ সালে ফরবিডেন লাভ এবং ফেলুদা ফেরত নামে দুটি ওয়েব সিরিজে কাজ করেছেন।

১৯৭১ সালে সত্যজিৎ রায়ের সাথে কাজ করার পর দীর্ঘ ২০ বছর বরুণ চন্দকে আর চলচ্চিত্র জগতে দেখা যায়নি। ১৯৯২ সালে ঋতুপর্ণ ঘোষের হাত ধরে হীরের আংটি ছবিতে তিনি আবার অভিনয় শুরু করেন। তারপর থেকে পরপর ছবি করেছেন তিনি। অনুরণন, চল লেটস গো, অন্তহীন, এলার চার অধ্যায়, চতুষ্কোণ, বেলাশেষে, কর্ণসুবর্ণের গুপ্তধন প্রভৃতি। তিনি বেশ কিছু হিন্দি ছবিতেও কাজ করেছেন। দিল বেচারা, বব বিশ্বাস, শ্যাম সিংহ রয়, মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে তার বিখ্যাত কিছু হিন্দি সিনেমা।

বয়স সবার হয় কিন্তু বয়সকে তুচ্ছ করে নিজের কাজ করে যাওয়ার মত মনের জোড় সবার থাকে না। সেই দিক থেকে দুজনই বয়সকে উপেক্ষা করে নিজের কাজ করে যাচ্ছেন। তাদের থেকে আরও ভালো ভালো কিছু কাজ দেখার আশায় থাকলাম। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ও প্রণাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!