এমনিতেই মুম্বাই ফিল্ম জগতের অবস্থা দোলাচলে । অভিনেতা সুশান্ত সিং এর আত্মহত্যার ঘটনার পর থেকেই শনির দশা চলছে । প্রায় বেশীর ভাগ বলি অভিনেতা কেই মাদক রাখা , ব্যবসা করা ও ব্যাবহার করার দায়ে তদন্তকারী সংস্থা গুলি বার বার ডেকে পাঠীয়েছে । অন্যদিকে স্বজন পোষণের দায়ে করণ জোহার, সালমান খান , শাহরুখ খান ও আমীর খান সহ বহু নামী প্রযোজক ও পরিচালকের সিনেমা কে বয়কট করতে শুরু করেছেন দেশবাসী । সম্প্রতি আমীর খানের লাল সিং চাড্ডা সিনেমাটি ভালো হলেও জনগণ হল মূখী না হওয়ায় লাল সিং চাড্ডা কে নেটফ্লিক্স কে স্বল্প দামে বেচে দিতে হয় ।
অন্যদিকে বাহুবলি, পূষ্পা , RRR এর মতো দক্ষিণী সিনেমা গুলি একের পর এক বিশাল অংকের টাকার লাভের মূখ দেখায় বলি তারকারা দক্ষিণী সিনেমা গুলির সাথে কাজ করা শুরু করে । কিন্তু এবার সেখানেও বিপত্তি ।
রামায়ণের মূল কাহিনীর ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল ”আদিপুরুষ” যেখানে দক্ষিণী নায়ক প্রভাস কে দেখা গেছে রামের ভূমিকায় অভিনয় করতে । আর এই সিনেমা তেই বলি তারকা সইফ আলী খান কে দেখা গেছে রাবণের ভূমিকায় অভিনয় করতে। কিন্তু সিনেমার ট্রেলার সামনে আসতেই দেশবাসী আবার ক্ষিপ্ত হোয়ে ওঠেন । অভিযোগ – এই সিনেমাতে হনুমান ও রাবণের চরিত্র কে সঠিক ভাবে ফূটীয়ে তোলা হয়নি। রাবণের চেহারার সাথে অনেকেই ঐতিহাসিক মুসলিম যোদ্ধার মিল পেয়েছেন । শুরু হয় বিতর্ক সাথে টীকা টিপ্পনী ।
এবার আদিপুরুষের রিলিজ রুখতে দিল্লী কোর্টে মামলা দায়ের হয় আজ কিছুক্ষণ আগেই ।
A plea seeking stay on the release of movie Adipurush has been moved in a Delhi Court. The plea has alleged that Lord Rama and Hanuman are shown in an unwarranted and inaccurate depiction wearing leather straps. It is also said that Ravana has been shown in a wrong appearance.
— ANI (@ANI) October 8, 2022