পূর্ব মেদিনীপুর:– আমরা দেখতে চাই ধেড়ে ইঁদুরটা কে ? দূর্নীতি ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনা করতে গিয়ে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরীতে একথা বলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। খেজুরির মোহাটী দেবীচকে গ্রামের মানুষ জনের সাথে কথা বলার সময় তিনি রাজ্যের ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও সরব হন। কর্মসংস্থান নিয়ে বলতে গিয়ে বিজেপি বিধায়ক বলেন, কাজের খোঁজে ছেলেরা সব বাইরে চলে গেছে। পশ্চিমবঙ্গ একটা বৃদ্ধাশ্রমে পরিনত হয়েছে। পাশাপাশি একাধিক প্রসঙ্গ নিয়ে রাজ্যকে নিশানা করলেন তিনি।

সংবাদ ও রাজনীতি
ঘরবদলের ইঙ্গিত? তৃণমূলে যোগদানের গুঞ্জনে মুখ খুললেন দিলীপ ঘোষ, চমকের অপেক্ষায় রাজনীতি
তৃণমূলে যোগদানের গুঞ্জনে মুখ খুললেন দিলীপ ঘোষ। রহস্যময় বার্তায় উত্তপ্ত রাজনীতি। ২১ জুলাইয়ের আগে কি চমক আসছে?