পর্ণা চ্যাটার্জী, কলকাতাঃ আর্থিক স্বাস্থ্যের দিক থেকে রাজ্যকে সতর্কবার্তা দিল ডয়েশ ব্যাঙ্ক ইন্ডিয়ার মুখ্য অর্থনীতিবিদ কৌশিক দাসের রিপোর্ট। রিপোর্ট অনুযায়ী ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটের প্রাথমিক হিসেব অনুযায়ী আর্থিক ভাবে সবথেকে পিছনের সারিতে রয়েছে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব ও কেরল। প্রায় এক বছর আগে রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্টেও একই কথা বলে পশ্চিমবঙ্গকে সতর্ক করে দেওয়া হয়েছিল। শীর্ষ তিনস্থানে রয়েছে মহারাষ্ট্র, ছত্তিসগড় ও তেলেঙ্গানা। তবে রাজ্য জিডিপি নিয়ে সব রাজ্যকেই সতর্কবার্তা দিয়েছে এই রিপোর্ট।
১৭ টি বড় রাজ্যের আর্থিক পরিস্থিতির ওপরে ভিত্তি করেই রিপোর্টটি তৈরি করেছে এই বিদেশী ব্রোকারেজ সংস্থাটি। রাজ্যের অর্থনৈতিক স্বাস্থ্য বিচারের জন্য চারটি মাপকাঠিকে নির্ধারণ করেই তার ভিত্তিতে তৈরি হয়েছে রিপোর্ট। মাপকাঠিগুলি হল, রাজ্য জিডিপির নিরিখে রাজকোষ ঘাটতি, কর থেকে নিজস্ব আয়, ঋণ এবং রাজস্ব সংগ্রহের কতটা অংশ ঋণের সুদ মেটাতে যাচ্ছে তার পরিমাণ।
শুধুমাত্র চলতি অর্থবর্ষে নয় দুর্বল আর্থিক স্বাস্থ্য পশ্চিমবঙ্গের নিত্য বছরের সঙ্গী। ২০২২-২৩ অর্থবর্ষের সংশোধিত হিসেবে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, বিহার, রাজস্থান ও উত্তরপ্রদেশ শেষ পাঁচ স্থানে রয়েছে। ২০২১-২২ অর্থবর্ষে শেষ স্থান পাঞ্জাব এবং তার আগেই পশ্চিমবঙ্গ। পিছিয়ে যাওয়া রাজ্যগুলির ঋণের বোঝা কমানোর দিক থেকে করোনা কালের আগে থেকেই দুর্বল হয়ে রয়েছে রাজ্যগুলি। এখনও তার পরিস্থিতি বদল হয়নি। চলতি অর্থবর্ষে রাজ্য জিডিপির নিরিখে ১৭টি রাজ্যের রাজকোষ ঘাটতির হাড় ৩.৩%।