বনশ্রীতা ফ্লিমস নিবেদিত বিশ্বব্রত মাইতি প্রযোজিত অহেলি কাহিনী, চিত্রনাট্য এবং পরিচালনা: দেবজিত মন্ডল। শুভ মুক্তি – ২৮শে অক্টোবর 2022
অভিনয়: অনামিকা সাহা, বোধিসম মজুমদার, দেবাশীষ গাঙ্গুলী, নবাগতা শিশু শিল্পী বনশ্রীতা প্রধান সহকারী পরিচালক : শর্মিষ্ঠা দাস, আবহ সংগীত: আর জি রাহুল চিত্রগ্রহণ : পার্থপ্রতিম গিরি, সম্পাদনা : অসীম দাস, রং মিশ্রণ: এম মলয়
গল্পের সারাংশ: গল্প শুরু হচ্ছে এক ভদ্রমহিলার একটি মেয়ে আছে তার স্বামী মারা গেছেন কিছুদিন আগে তিনি নিজে গর্ভবতী। মহিলাটির স্বামীর ইচ্ছা ছিল যে, উনি যদি বেঁচে না থাকেন তার স্ত্রী ও বাচ্চারা এসে যেন তার ফার্ম হাউসের বাড়িতে থাকে। ভদ্রমহিলার স্বামী যখন মারা যায় উনি একা হয়ে যান, ওনার ছোট বোন এক মেয়ে এবং নিজের মাকে নিয়ে ফার্ম হাউজে থাকতে আসে। থাকতে এসে ধীরে ধীরে তার মেয়ে “অহেলী”-র ভেতরে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করে। কিছু ভয়ংকর বা ভয় ভীত ব্যাপার তার মধ্যে লক্ষ্য করে। প্রথমে ভূত বিশেষজ্ঞ কে ডেকে পাঠায় কিন্তু সে কিছু সুবিধা করতে পারে। তারপর তারা • ফাদারকে ডেকে পাঠায়। ফাদার এসে মেয়েটিকে উদ্ধার করে এবং বিভিন্ন ঘটনাচক্রে ফাদার জানতে পারেন যে ওই বাড়িতে একটা ভূত আছে মানে প্রেত আত্মা। সেই প্রেত-আত্মাই বাচ্চা মেয়েটির পেছন ছাড়ছে না। আসলে এখন যে প্রেতাত্মা সেই একসময় গর্ভবতী ছিলেন কিন্তু সেই সময় সে গাড়ির দুর্ঘটনায় মারা যায়। যার ফলে তার অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াতে থাকে এবং ধীরে ধীরে এই বাচ্চা মেয়েটিকে দেখে তার একটা স্নেহ ভালবাসা জন্মায় এবং মেয়েটিকে সে তার সাথেই রাখতে চায়। কিন্তু ভুত আর মানুষ তো কখনো একসঙ্গে থাকতে পারে না। আর এই নিয়েই গড়ে উঠেছে দুর্দান্ত ভৌতিক ছায়াছবি “অহেলি