বৈশালী মণ্ডলঃ দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যানসারের সঙ্গে লড়াই করছেন আনুরাগ বসু। চিকিত্সকরা ধরেই নিয়েছিলেন তিনি বাঁচবেন না। এমনকী চিকিত্সকরা এও বলেছিলেন, অনুরাগের হাতে আর মাত্র দুই সপ্তাহ সময় বাকি।কিন্তু শেষ পর্যন্ত হার মানেননি পরিচালক জীবনযুদ্ধে জয়ী হয়েছেন অনুরাগ।
২০০৪ সালে অনুরাগ প্রথম জানতে পারেন তাঁর ব্লাড ক্যানসারের কথা। তিনি আরও জানান ডাক্তাররা তাঁকে বলেছিলেন যে তাঁর জীবনে আর মাত্র ২ সপ্তাহ বাকি রয়েছে।একদিকে নিজের ক্যানসারের খবর, অন্য দিকে তাঁর স্ত্রী তখন গর্ভবতী। তাঁর জীবনের বেশ কিছু টা সময় অন্ধকার এ তলিয়ে যায়।
চিকিত্সক সুনীল দত্তের সহযোগিতায় তিনি তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি হতে পেরেছিলেন এবং সঠিক সময়ে চিকিত্সা পেয়েছিলেন। তবে সেই সময় ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত অনুরাগের অনেক বন্ধুই তার সাহায্যের জন্য এগিয়ে আসেন। রক্তের স্বল্পতা থাকায় বারে বারে তাঁকে রক্ত দিতে হত। এছাড়াও দীর্ঘদিন চালিয়ে যেতে হয় কেমোথেরাপি ট্রিটমেন্ট। তবে এখন তিনি অনেকটাই সুস্থও আছে জানান। পুরো চলচিত্র মহল তাঁর সুস্থ তাঁর কামনা করছে।