আজ মহা -সপ্তমি, গোটা বাঙলার সাথে গোটা পৃথিবী মেতে ঊঠেছে শারদ উৎসবে। বিগত দু- দুটি বছর করোনা মহামারী তে গৃহ বন্দী থেকে এবার বাঁধ ভাঙা আনন্দ নিয়ে আজ মাতোয়ারা মর্তবাসী । বছরের এই কটা দিনের দিকে তাকিয়ে থাকে আবাল বৃদ্ধ বণিতা , ধনী থেকে দরিদ্র । কোলকাতার রাজ পথে এবার ভীড় প্রথমা থেকেই । যদিও আবহাওয়া দপ্তরের ইঙ্গিত রয়েছে বৃষ্টি পাতের , সাথে আকাশের অবস্থাও খূব ভালো না কিন্তু হূজূগে বাঙালী কে ঘরে আটকে রাখে কে ?
কোলকাতার পার্শ্ববর্তী জেলা গুলিতেও শারদ উৎসব তুঙ্গে রয়েছে । চলুন এক নজর রাখা যাক শিলিগুড়ি-র কিছু পূজো মণ্ডপে।
শিলিগুড়ি থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আমীশী-র সাথে ।