অম্বিকা কুন্ডু, কলকাতা:
মহাকাশে পাড়ি দেওয়ার জন্য এবার আর অন্য দেশের ওপর নির্ভরশীল থাকতে হবে না ভারতকে। ভারতে নিজস্ব স্পেস স্টেশন গড়তে চলেছে ISRO. গতদিনের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ISRO এর পরিকল্পনাকে অনুমোদন দিয়েছেন। প্রাথমিকভাবে ISRO তৈরি করতে চলেছে মডেল যেটি ভবিষ্যতে BAS-1 অর্থাৎ ভারতীয় অন্তরীক্ষ ষ্টেশন গড়তে কাজে লাগবে। এই স্টেশনটি মহাকাশযান অভিযানের পথ কে আরো সুগম করে তুলবে।
ISRO এর পরিকল্পনা অনুযায়ী ২০৩৫ সালের মধ্যে নিজস্ব মহাকাশ স্টেশন BAS তৈরি করতে সক্ষম হবেন তারা। এর পাশাপাশি চলতি বছরে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনাতেও রয়েছে ISRO.
ISRO এর লক্ষ্য ২০২৮ এর ডিসেম্বর এর মধ্যে ৮টি অভিযান তৈরী করার।
এই স্টেশন গড়ে তোলার জন্য ISRO এর বিজ্ঞানীদের কয়েক বছর বেশ ব্যস্ততার সময় কাটাতে হবে।
এই মহাকাশ অভিযানের জন্য বরাদ্দ ২০হাজার ১৯৩ কোটি টাকার সাথে আরোও অতিরিক্ত ১১হাজার ১৭০ কোটি টাকা বাড়ানো হয়েছে।