ঈদের দিন সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি ধরা পড়ল কলকাতা শহরে। এ বছর খুশির ঈদ এবং অক্ষয় তৃতীয়া একই দিনে হওয়ায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে পালিত হচ্ছে উৎসব। ঈদের দিন সকালে সামাজিক মাধ্যমে ভাইরাল হয় সাম্প্রদায়িক সম্প্রীতির এক নিদারুন ছবি। কলকাতার কোন এক স্থানে একই সঙ্গে পাশাপাশি পালিত হচ্ছে ভিন্ন দুই উৎসব। ছবিটিতে দেখা যাচ্ছে ঈদের নামাজ পড়া হচ্ছে যেখানে ঠিক তার পাশেই এক মন্দিরে অক্ষয় তৃতীয়ার পূজা করছেন এক মহিলা। এমন সম্প্রীতির চিত্র বোধহয় কলকাতাতেই সম্ভব। দুই ভিন্ন ধর্মের দুটি ভিন্ন উৎসব এক সাথে এক স্থানে পালিত হচ্ছে এ যেন শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতিরূপ।
এছাড়াও খিদিরপুরে খিদিরপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের দুর্গাপূজার প্রতিমার বায়না করলেন ঈদের দিনেই। এলাকার মুসলিম বাসিন্দারা তাদের নামাজ মুল্য তুলে দিলেন পুজো উদক্তাদের হাতে। পূজা কমিটির মুসলিম সদস্যদের হাত দিয়েই করা হল প্রতিমার বায়না। মহানগরের পাশাপাশি শান্তিনিকেতনে বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়েও খুব আনন্দের সঙ্গে পালিত হল খুশির ঈদ।
কলকাতা শহরে দুর্গাপূজার পাশাপাশি বড়দিনে পার্ক স্ট্রিটে উপছে পড়া ভিড় বা রমজান মাসে বা ঈদের সময় জাকারিয়া স্ট্রিটে মানুষের ঢল দেখলেই বোঝা যায় কলকাতা শহর সাম্প্রদায়িকতার উর্দ্ধে গিয়ে এক সম্প্রীতির মায়ায় জড়িয়ে রেখেছে প্রত্যেকটি মানুষকে। কলকাতা ভালবাসার শহর আনন্দের শহর কোন রকম সাম্প্রদায়িকতার কলুষতা স্পর্শ করতে পারেনি কলকাতাকে তা আরও একবার প্রমানিত হল সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিটির মধ্য দিয়ে।