আজও অনেকের কাছেই ”ভুত” একটা রহস্যের বিষয় । আমরা অনেকেই ভয় পাই কিন্তু এই বিষয় তা নিয়ে এখনও আমরা অনেকেই দ্বিধা বিভক্ত হয়ে আছি যে আদৌ কি ”ভুত” বা প্রেতাত্মা বলে কিছু আছে ? কেউ কেউ স্বীকার করেন যে তাদের সাথে ভৌতিক ঘটনা ঘটেছে আবার কেউ কেউ বলেন তারা অনেক চেষ্টা করেও নাকি এরকম কিছুই পাননি।
যদিও এই মুহূর্তে আমাদের দেশে এবং বিদেশে বেশ কিছু ”ভুত বিশেষজ্ঞ” আছেন জাদের আমরা Paranormal Investigator বলে থাকি। তারা বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে প্রমাণ করার চেষ্টা করেন সেখানে কোন ”এনার্জি” আছে কিনা। এঁরা ”ভূত” শব্দটি ব্যাবহার কোরতে চান না । কিছুদিন আগেই কোলকাতার জোড়াসাঁকো থানা তে ভূতের উপদ্রবের কারণে পুলিশ কোলকাতা তথা ভারতের অন্যতম বিখ্যাত Paranormal Investigator TEAM Diectives of Supernatural এর সাহায্য নিয়েছিলেন।
এবার বিদেশের একটি প্যারানরমালিটি ম্যাগাজিন টুইটারে একটি ভিডিও শেয়ার করেছে, ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি ফ্যাকাশে ভীতু চেহারার প্রাণী মোরহেডের রাস্তায় হাঁটছে। প্রাণীটিকে নড়বড়ে হয়ে কিছু খোঁজার চেষ্টা করতে দেখা যায়।
আপনাদের জন্য রইলো সেই ভিডিও
Here's the video of the Pale creature caught on a security cam near Moorhead, KY. #cryptid pic.twitter.com/jCexxlQTA0
— Paranormality Magazine (@ParanormalityM) July 9, 2022