বর্তমান সমাজে রিলস বানিয়ে খ্যাত হবার জন্য মানুষ কিইনা করে। স্বল্প বসনা হয়ে শরীর প্রদর্শন করে।। আবার কেউ ষ্টেশনে বা লোকাল ট্রেনের কামরায় যাত্রীদের মধ্যেই অশোভনীয় নাচ করে খ্যাত হবার বরং বলা ভালো ভাইরাল হবার চেষ্টা করেন। বেশীর ভাগ ক্ষেত্রেই বদনাম জোটে বেশী। যদিও এখনকার মানুষ সুনামের থেকে বদনাম টাকেই বেশী পছন্দ করেন। তবে এর মধ্যেই এই ভাইফোঁটা কে মাথায় রেখে বাকুঁড়ার দুই মেয়ে সবুজ প্রকৃতি কে বাঁচাতে এক অভিনব উপায়ে সমাজে বার্তাদিল যা সত্যিই প্রশংসনীয়।
অভিনব ভাইফোঁটার সাক্ষী থাকলো বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের সিমুলিয়া দশরথবাটি।হিন্দু সমাজে বোনেরা আজকের এই বিশেষ দিনে ভাই, দাদাদের কপালে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে। ভাই কিংবা দাদা বোনকে দেয় নিরাপত্তার আশ্বাস।
আজকের বিশেষ দিনের, বিশেষ শুভ লগ্নে সিমুলিয়া দশরথবাটি এলাকায় ভাইফোঁটা পালন হল তবে ভাই কিংবা দাদার কপালে নয়, গাছেদের ফোটা দিয়ে সমাজ সচেতনতার বার্তা সবার কাছে পৌঁছে দিল দুই বোন। গাছেদের দীর্ঘায়ু কামনা করে আর ফোঁটা দিয়ে পরিবেশ রক্ষার বার্তা দিল দুই বোন।
গাছেদের বাঁচাতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানালো এই দুই বোন। পরিবেশ সম্পর্কে দুই বোনের এই সচেতনতা দেখে মুগ্ধ এলাকার পরিবেশ প্রেমীরা।
বাঁকুড়া থেকে দেবজিৎ দত্ত