আমাদের চারিপাশে এমন অনেক ঘটনা ঘটে যা কখনোই প্রথম সারির সংবাদ মাধ্যমগুলি মানুষের সামনে আনতে চায়না। যে খবর মানুষকে উৎসাহ জোগায়, নতুন করে ভাবতে শেখায় সেই খবর বাদ দিয়ে সারাদিন নেতিবাচক খবর পরিবেশন করে সাধারন মানুষকে আতঙ্কিত করে রাখার দায়িত্ব টাই বোধ হয় প্রথম সারির সংবাদ মাধ্যম গুলি নিজের কাঁধে তুলে নিয়েছে।
তাই আমরাই এই খবর গুলি আপনাদের সামনে আনছি যা জানলে, শুনলে আপনাদের ভালো লাগবে।
উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার গৈপুর গ্রামের বাসিন্দা গোপালচন্দ্র দাসের পুত্র দেবাশীষ দাস গত ১১ বছর আগে আজকের দিনে ১৯ বছর বয়সে জলে ডুবে অকাল মৃত্যু হয় ৷ ছেলের স্মৃতিকে আকড়ে ধরে শোকাহত পরিবার এই দিনটিতে আর্ত মানুষের সেবা মূলক বিভিন্ন কাজকর্ম করে থাকেন ৷ কিন্তু এবছর কিছুটা অন্য রকম ভাবে প্রায় চারশো অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন ৷
পুত্রহারা বাবা গোপাল চন্দ্র দাস বলেন, ছেলেকে হয়তো আর ফিরে পাবোনা কিন্তু ছেলের স্মৃতিকে বাচিয়ে রাখতে এই উদ্যোগ ৷ মা শিবানী দাস বলেন, ছেলের আত্মার শান্তি কামনায় আমরা অসহায় দুঃস্থ মানুষের পাশে দাড়াতে চাই ৷
এ দিন শারদীয় উৎসবের প্রাক মূহুর্তে নতুন বস্ত্র পেয়ে খুশি সরস্বতী বাড়ুই মহিমা বিবি সহ শত শত অসহায় দুঃস্থ মানুষ দুহাত তুলে আর্শীবাদ করলেন দাস পরিবারকে ৷ এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌরপ্রধান শংকর দত্ত সহ একাধিক কাউন্সিলরবৃন্দ