গতকাল সন্ধ্যায় মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন নব নির্মিত টালা ব্রিজ বা হেমন্ত সেতু ।
প্রতীক্ষার অবসান।
গতকাল সন্ধ্যায় মাননীয়া মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়ে গেলো উত্তর কলকাতার বিটি রোডের ওপর অবস্থিত হেমন্ত সেতু ওরফে টালা ব্রিজ।
পুরনো সেতুটি রুগ্ন হয়ে যাওয়ায় সেটি ভেঙে নতুন করে গড়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। সেই মত ২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকে পুরনো সেতুটি ভাঙ্গা শুরু হয় তারপর আড়াই বছরের মাথায় নতুন সেতুটি তৈরি হয়ে খুলে গেলো জনগণের জন্য।
৭০০ মিটার দীর্ঘ (২৪০ মিটার সাসপেনশন) এই সেতুটি তৈরি করতে খরচ হয়েছে ৪৬৮ কোটি টাকা। পুরনো সেতুটি ছিল ৩ লেনের ও বহন ক্ষমতা ছিল ১৫০ টন। নতুন সেতুটি ৪ লেনের ও বহন ক্ষমতা বাড়িয়ে ৩৮৫ টন ও একশো বছরের বেশি যাতে ভার বহন করতে পারে সেই হিসেবেই তৈরি। পুরো সেতুতে কোনো নাট বল্টু ব্যবহার হয়নি।
পুজোর মুখে উত্তর ও উত্তর শহরতলীর মানুষের জন্য নিঃসন্দেহে রাজ্য সরকারের তরফ থেকে একটি বড় উপহার। ২ বছরের যান যন্ত্রণার মুক্তি এবার খুব সহজেই পৌঁছে যাবে শ্যামবাজার কিংবা সিঁথি হয়ে ডানলপ।