উত্তর ২৪ পরগনার গাইঘাটার ঠাকুরনগর বাসিন্দাদের দীর্ঘ দিনেরদাবি ছিল তিন নম্বর স্টেশনে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের উদ্যোগে পূর্ব রেলের পক্ষ থেকে তিন নম্বর স্টেশনের জন্য একাধিক বার ভিজিট করা হয়েছে। সোমবার ঠাকুরনগরে আনুষ্ঠানিক ভবে নতুন তিন নম্বর স্টেশনের শিলান্যাস করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও পূর্ব রেলের ডি আর এম দীপক নিগাম। ১ নম্বর স্টেশন মাথায় পুজো দিয়ে ভিত্তিস্থাপন করা হয়। এদিনের এই অনুষ্টানে উপস্থিত ছিলেন, বনগাঁ পৌরসভার কাউন্সিলর দেবদাস মণ্ডল সহ রেলের আধিকারিকেরা।
ডিআরএম দীপক নিগম জানান, ঠাকুরনগরে তিন নাম্বার স্টেশন এবং ও দু নাম্বার স্টেশনের সম্প্রসরণের জন্য মোট ২৯ কোটি টাকা বরাদ্য হয়েছে৷ এক বছরের মত সময় লাগিবে কাজ শেষ হতে।
শান্তনু ঠাকুর বলেন, ২০১৯ সাল থেকে আমাদের প্রচেষ্টা ছিল তিন নাম্বার প্ল্যাটফর্ম এবং এক নাম্বার ও দুই নাম্বার প্ল্যাটফর্মের সৌন্দর্যের। আজকে সেইটা সার্থক হল