Home » দু বছরের করোনা যুদ্ধ জয় করে , প্রেক্ষাগৃহে মুক্তি পেল রাজ চক্রবর্তীর ”ধর্মযুদ্ধ”

দু বছরের করোনা যুদ্ধ জয় করে , প্রেক্ষাগৃহে মুক্তি পেল রাজ চক্রবর্তীর ”ধর্মযুদ্ধ”

বাঙলা চলচিত্রের অন্যতম বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তীর স্বপ্নের প্রজেক্ট এই ”ধর্মযুদ্ধ” । কিন্তু দু-বছর ধরে করোনা অতিমারির কারনে বারং বার পিছিয়েছে এই ছবির প্রিমিয়ার। বাঙলার সিনেমা প্রেমী মানুষরাও দীর্ঘ প্রতীক্ষায় ছিলেন। বেশ কয়েকবার নাম বদল হয়ে শেষ পর্যন্ত এই চলচিত্রের নাম ঠিক হয়েছে ”ধর্মযুদ্ধ” । অবশেষে গতকাল মুক্তিপেল এই চলচিত্র । অনেকেই ভাবেন বাঙলা চলচিত্র উন্নতি করছে না বা সেই এক ঘেয়েমি গল্পের থেকে বেরোতে পারছে না। আমরা আশা করি ”ধর্মযুদ্ধ” সেই উত্তর দিতে পারবে । কারন দেশের বর্তমান রাজনৈতিক পরিবেশের কারনে বার বার দেশবাসী ধর্মযুদ্ধের সম্মুখীন হচ্ছেন।  ধর্মযুদ্ধ শুধু ধর্ম বা যুদ্ধের কথা বলছে না এখানে যে কথাটা সবচেয়ে বেশি করে প্রতিভাত হয়েছে তা হল মনুষ্যত্বের বিসর্জন।

আমরাও হাজির ছিলাম ধর্মযুদ্ধের প্রিমিয়ারে , আপনাদের জন্য রইলো সেই অনুষ্ঠানের ভিডিও …

আপনাদের কাছে আমাদের অনুরধ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারন আমরা উপহার বা উৎকোচ এর বিনিময়ে খবর করিনা। বাঙলা চলচিত্রের উন্নতি কল্পে আমরাও ব্রতি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!