শোভন মল্লিক ,কলকাতা : দ্য কেরালা স্টোরি সিনেমাটিকে ঘিরে বিতর্কের শেষ নেই। ভারতবর্ষে একের পর এক বিতর্ক যেখানে ডানা মেলেছে। এই পরিস্থিতিতে দাড়িয়ে গত শুক্রবার কানাডা এবং আমেরিকাতে ২০০ টির বেশি সিনেমা হলে মুক্তি পেল এই চলচ্চিত্রটি।
ইতিমধ্যেই তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করা হয়েছে এই ছবিটি। ছবিটি মুক্তি হওয়ার আগে থেকেই মানুষের মধ্যে উন্মাদনার শেষ ছিল না । এরপর ছবিটি প্রকাশ হওয়ার পরে বক্স অফিস বলে দিচ্ছে সিনেমাটি কতটা সফল।
পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করবার পরে প্রশ্ন উঠেছে বারবার, কেন নিষিদ্ধ হলো সিনেমাটি? প্রতিবাদে সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত করেন ছবি নির্মাতারা। এই নিয়ে রাজ্য সরকারকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।
এখনো বক্স অফিসের কালেকশন ৭০ কোটির বেশি । দেশের মানুষ এই তিন কন্যার কাহিনী ভালবেসেছে তা নিয়ে সন্দেহের কিছু নেই। এবার শুধু দেশ পেরিয়ে বিদেশেও সমান সফলতা পাওয়ার অপেক্ষা ।