কয়েক দিন আগেই , রাস বিহারী অঞ্চলে সি পি এম- এর তরফ থেকে একটি বুক স্টল করা হয়েছিল । সেই বুক স্টলে সি পি এম-এর অন্যান্য বই এর সাথে স্টলে ছিল ”চোর ধরো, জেল ভরো ” বিষয়ক একটি পোস্টার । বিবাদের শুরু সেখান থেকেই । বিবাদ তর্ক থেকে গড়ায় হাতাহাতি তে । বিতর্কে জড়িয়ে পড়েন আইনজীবী ও সি পি এম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও চিত্র পরিচালক ডা. কমলেশ্বর মুখোপাধ্যায় । পুলিশ গ্রেফতার করেন দুজনকেই ।
পরিচালক ডা. কমলেশ্বর মুখোপাধ্যায় গ্রেফতার হতেই বাঙলা চলচিত্র জগত থেকে বহু গুণীজন টুইট করে নিন্দা জানান। তাদের মধ্যেয় ছিলেন সৃজিত মুখোপাধ্যায় ও অভিনেতা আবীর চট্টোপাধ্যায় ।
আজ টুইটারে একটি ভিডিও শেয়ার করা হয় । যেখানে দেখা যাচ্ছে , বিকাশ রঞ্জন ভট্টাচার্য বক্তৃতা দিচ্ছেন এবোঞ সেখানেই তিনি বলছেন – যারা স্টলে সেদিন বসেছিল তাদের কাছে কিছু ছিল না। আত্ম- রক্ষার জন্য এবার তারা বাঁশ আর লাঠি নিয়ে বসবেন । যারা সি পি এম এর স্টলে হামলা করতে আসবেন তাদের এবার কোথায় আঘাত করা হবে তারা বুঝবেন ।
আপনাদের জন্য রইলো সেই ভিডিও লিঙ্ক
Veteran Advocate and Rajyasabha MP @BikashranjanBh4 at Rashbehari Bookstall saying against #TMCJungleRaj #Kolkata #WestBengal pic.twitter.com/cjxLJvqX8a
— AJOY DASGUPTA (@ajoydasgupta) October 4, 2022
আমরা সামাজিক মাধ্যমে পাওয়া ভিডিও আপনাদের কাছে সংবাদ হিসাবে সামনে আনি । এই লিঙ্কের সত্যতা বা বক্তব্যের দায় দ্যা ইণ্ডিয়ান ক্রনিকেলসের নয় ।