পুষ্পা খ্যাত অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে হায়দরাবাদ পুলিশ। তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা পুষ্পা-২-এর প্রিমিয়ারে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় এই গ্রেপ্তারি। অভিনেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় (অনিচ্ছাকৃত খুন) মামলা দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে ৪ ডিসেম্বর সন্ধ্যা থিয়েটারে। ৩৯ বছর বয়সী রেবতী তাঁর ৮ বছরের ছেলেকে সঙ্গে নিয়ে সিনেমা দেখতে গিয়েছিলেন। প্রেক্ষাগৃহে আল্লু অর্জুনের প্রবেশের খবর পেয়ে ভক্তদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। এতে ভিড়ের চাপে রেবতীর মৃত্যু হয় এবং তাঁর ছেলে গুরুতর আহত হয়।
পরিবারের পক্ষ থেকে চিক্কদাপল্লী থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ, আয়োজক দল এবং আল্লু অর্জুনের নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অভিনেতার সিকিউরিটি টিম যথাযথভাবে ভিড় নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছিল।
অর্থ সাহায্যের প্রতিশ্রুতি
ঘটনার পর, শোকপ্রকাশ করে আল্লু অর্জুন একটি ভিডিও বার্তা দেন। তিনি জানান, ‘‘এটা এখনও আমার কাছে অবিশ্বাস্য। ঘটনাটি জানার পর থেকে মর্মাহত। মৃতের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ২৫ লক্ষ টাকার সাহায্যের প্রতিশ্রুতি দিচ্ছি।’’ তিনি আরও বলেন, ‘‘ওঁদের সময় দিতে চাই, পরে গিয়ে দেখা করব। তাঁদের জন্য যেকোনও প্রয়োজনীয় সহায়তা করব।’’