আজকের প্রতিবেদন টি সত্যিই অন্যরকম। আসলে আজ আমাদের সকলের জন্য একটি আনন্দের দিন। আমরা কাজ শুরু করেছিলাম করোনা কাল শুরুর সময় যখন মানুষ গৃহবন্দি হয়েছিলেন। নিত্য নতুন আজগুবি বা গুজব সংবাদ মানুষকে করেতুলেছিল আতঙ্কিত। ক্রমশই মানুষ সংবাদ জগত কে ঘৃনা করতে শুরু করেছিল।
আসলে সংবাদ মাধ্যম গনতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলেও সমাজের কিছু মানুষ এই মাধ্যমটিকে নেতিবাচক সংবাদ কে দিনে রাতে বার বার মানুষের সামনে আনার মঞ্চ তৈরী করতে চেয়েছে। তাই আমরা ঠিক তার বিপরীতে হাটতে শুরু করেছিলাম, আমাদের বিশ্বাস, পৃথিবীতে খারাপ ঘটনার থেকে বেশি ঘটে ভালো ঘটনা যেগুলো মানুষ জানতে পারেনা। আর তাই এই পৃথিবী টাকে মানুষ ক্রমশই বসবাসের অযোগ্য মনে করে। আমরা চাই সেই ভালো খবর মানুষের সামনে আসুক, মানুষ মানুষের পাশে থাকুক। পৃথিবীতে মানবিকতা বেচে থাকুক। আর ঠিক সেই বিশ্বাস বার বার সত্যি প্রমাণিত হচ্ছে।
গতকাল আমরা একটি সংবাদ প্রায় সবাই জেনেগেছি। আমাদের প্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা-র পাশে যাবতীয় চিকিৎসার ব্যায় বহনের দায়িত্ব নিয়ে পাশে দাড়ালেন বাংলার তথা দেশের বিখ্যাত গায়ক অরিজিৎ সিং। এখনো ঐন্দ্রিলার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। ইতিমধ্যেই চিকিৎসার খরচের সংখ্যা টা ১২ লক্ষ্য পার করেগেছে। এবার হয়তো ঐন্দ্রিলা কে রাজ্যের বাইরে বা দেশের বাইরে কোন চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হতে পারে। আর ঠিক এই সময়েই চিকিৎসার যাবতীয় খরচের ভার নিয়ে ঈশ্বরের দূত হয়েপাশে এসে দাড়ালেন গায়ক অরিজিৎ সিং।
অভিনেতা ঋত্বিকের উক্তিতে যে বিতর্ক তৈরী হয়েছিল তাতে আজ আবার প্রমাণিত হল ঈশ্বর সর্বত্র বিরাজমান। প্রমানিত হল মানুষের একাগ্র প্রাথনায় ইশ্বর সাড়াদেন। প্রমানিত হল মানুষের পাশে আজ মানুষ আছে। প্রমানিত হল পৃথিবীতে মানবিকতা আজও আছে।
আমরাও ঐন্দ্রিলার দ্রুত আরোগ্য প্রার্থনা করি। প্রার্থনা করি পৃথিবী টা আরো সুন্দর হোক, মানুষের পাশে মানুষ এভাবেই এগিয়ে আসুক।