Home » প্রয়াত কলকাতার চা স্বাদ বিশেষজ্ঞ,সৌগত জায়া ডলি রায়

প্রয়াত কলকাতার চা স্বাদ বিশেষজ্ঞ,সৌগত জায়া ডলি রায়

ডলি রায়

প্রয়াত হলেন তৃণমূল সাংসদ সৌগত রায়ের স্ত্রী ডলি রায়। দীর্ঘ দিন ধরেই দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন তিনি। সম্প্রতি ফুসফুসে সংক্রমণের কারণে তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রাজনীতির সঙ্গে যুক্ত পরিবারের সদস্যা হলেও তিনি রাজনীতিতে নয়, বরং চা টেস্টার বা চায়ের স্বাদ পরীক্ষক হিসাবে নিজের স্বতন্ত্র অস্তিত্ব তৈরি করেছিলেন। কলকাতাবাসীকে সৌখিন চায়ের পরিচায়ক হিসেবে ডলি রায় ছিলেন অন্যতম। দক্ষিণ কলকাতার দক্ষিণাপন শপিং কমপ্লেক্সে ডলি’স টি শপ নামে একটি টি বার খুলেছিলেন তিনি। কলকাতার চা-প্রেমীরা ডলি রায়ের হাত ধরে পরিচিত হয়েছিলেন ফার্স্ট ফ্লাশ, আর্ল গ্রে, গ্রিন টি, হোয়াইট টির রকমফেরের সঙ্গে। যা কলকাতায় নতুন একটি অধ্যায়ের এর সূচনা করেছিল।

লেক গার্ডেন্সে তৃণমূল সাংসদ সৌগত রায়ের সঙ্গে তাঁর দীর্ঘ কয়েক বছরের সংসার। স্বামীর রাজনৈতিক কার্যকলাপেও সব সময় উৎসাহ জুগিয়েছিলেন তিনি।

ডলি রায়ের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর শোকবার্তায় লেখেন, “শ্রীমতী ডলি রায়, আমাদের সবার ডলি বৌদি, নিজের পেশায় একজন সফল নারী ছিলেন। আপন কৃতিত্বে তিনি তাঁর কর্মক্ষেত্রে শীর্ষে আরোহণ করেছিলেন। সেই সঙ্গে তাঁর সামাজিক শিষ্টাচার ও যোগাযোগ ছিল বিখ্যাত, সমাজের নানা স্তরে বন্ধুত্ব ও যোগাযোগ ছিল প্রবাদপ্রতিম। সৌগতদা আর ডলি বৌদির উপস্থিতিতে উজ্জ্বল হত বহু সভা। আমি সৌগতদা সহ ডলিদির পরিবার পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!