শোভন মল্লিক , কলকাতা: ইতিমধ্যে কেরলে বর্ষার আগমন ঘটেছে। কেরলের পর এবার বাংলাতেও হতে চলেছে বর্ষার শুভারম্ভ। ইতিমধ্যে বর্ষার আগমনের বার্তা দেওয়ার হেতুই বৃষ্টি শুরু হয়েছে পশ্চিমবঙ্গেও। কয়েক দিনের মধ্যেই বর্ষা প্রবেশ করতে চলেছে পশ্চিমবঙ্গে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিমবঙ্গের আগে উত্তরবঙ্গে হতে চলেছে বর্ষার আগমন। আর মাত্র ৪৮ ঘণ্টা পরেই উত্তরবঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা। বর্ষা যেহেতু রাজ্যের দোরগোড়ায় সেই কারণে কয়েক দিন বৃষ্টি চলবে এই রাজ্যে। দক্ষিণবঙ্গে বিভিন্ন রাজ্যে আজও বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা গিয়েছে।
উত্তরবঙ্গে যেহেতু বর্ষা ৪৮ ঘণ্টার মধ্যে প্রবেশ করতে চলেছে। ফলস্বরূপ, উত্তরবঙ্গের কয়েকটি রাজ্যে মাঝারি থেকে হাল্কা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । তবে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আসছে সপ্তাহের শুরুতেই উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ নিশ্চিত। উত্তরবঙ্গের মোট পাঁচটি জেলাতে আজ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ অর্থাৎ রবিবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আজ শহর কলকাতার পাশাপাশি ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি ও নদিয়া জেলার বিভিন্ন অংশে।
আপাতত রবিবার একটু স্বস্তির আবহাওয়া থাকলেও । সোমবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর।