একজন কনে তার বরকে মাতাল দেখানোর পরে এতটাই রেগে যায় যে সে অন্য কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়।
না, এটি কোনো সিনেমার প্লট নয়, রাজস্থানের চুরু জেলার বাস্তব জীবনের ঘটনা।
তার বর মাতাল হয়ে ঘণ্টার পর ঘণ্টা নাচতে থাকে বুঝতে পেরে কনে এত রেগে যায় যে তার বিয়েতে ঘণ্টার
পর ঘণ্টা সময় কেটে যেতে থাকে। কিছুক্ষণ পরে বিয়েতে আসা কণে পক্ষের অতিথিরাও বিরক্ত হতে থাকেন।
কনে এবং তার পরিবার এতটাই হতাশাগ্রস্থ হয়ে পড়ে যে বর এবং তার পাশের আত্মীয় এবং বন্ধুরা বরকে ছেড়ে
দেওয়ার সিদ্ধান্ত নেয়! কারণ বিয়ের লগ্ন বয়ে যাচ্ছিল।
কণে ও তার পরিবার এই অপমানে প্রচণ্ড রেগে যান এবং কোণের পরিবার কণে কে অন্য কোণ পাত্র কে সেই
মুহূর্তে বিয়ে করতে বলে এবং কণেও সেই প্রস্তাবে রাজী হয়ে অনুষ্ঠানে উপস্থিত অন্য এক পাত্র কে বিয়ে করে।
ঘটনাটি ঘটার পর বরের পরিবার রাজগড় থানায় গিয়ে ঘটনাটি জানায় এবং কনের পরিবারের বিরুদ্ধে
অভিযোগ দায়ের করে।
কণের পরিবার পুলিশ কে বরের মাতলামি এবং লগ্ন পেরিয়া যাবার যাবতীয় তথ্য প্রমাণ দিয়ে কেন এই সিদ্ধান্ত সে
বিষয়ে জানিয়ে বিবাদের সমস্যা মিটমাট করেছেন বলে জানা গেছে।
Post Views: 510