Home » বাঙলা গানের নতুন এ্যালবাম ” যে তোরে পাগল বলে” ।

বাঙলা গানের নতুন এ্যালবাম ” যে তোরে পাগল বলে” ।

একটা সময় ছিল পুজো এলেই বাঙালি কেনাকাটির তালিকায় সবার আগে রাখতো পুজোর গানের ক‍্যাসেট বা সিডি। কিশোর কুমার, লতা জী, আশা জীর পরও ৯০-র দশকেও আমরা পেয়েছিলাম পুজোর স্পেশাল বাংলা গানের এলব‍্যাম। সুমন, নচিকেতা, অঞ্জন দত্ত, শিলাজিত থেকে ছিল বহু খ‍্যাতনামা বাংলা ব‍্যান্ড। কিন্তু হঠাৎ করেই সেই সোনালী দিন গুলো কোথাও হারিয়ে গেল। “পুজোর গান” বা এলব‍্যাম বন্ধ হল।

এবার বাঙালীর সেই নষ্টালজিয়া ফিরিয়ে দিল AAFRA ENTERTAINMENT PVT LTD .

কোলকাতার তথা বাঙলা সিনেমার বিখ্যাত নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জী প্রকাশ করলেন বাঙলা গানের নতুন এ্যালবাম ” যে তোরে পাগল বলে” । এ্যালবাম টির মূল গায়িকা অনিন্দিতা ও ণীয়াষা । পার্শ্ব গায়ক ও শব্দ সংযোজনা করেছেন হিল্লোল চ্যাটার্জী।

 

মিডিয়া পার্টনার TOLLYWOOD TALKIES ও  কিংশুক গিরির আমন্ত্রণে, এই অনুষ্ঠানে হাজির ছিলাম আমরাও , আপনাদের জন্য রইলো সেই অনুষ্ঠানের ভীডীও । আপনাদের কাছে আমাদের আবেডোণ, আমাদের ইউটিউব চ্যানেল টি  ফলো কোরতে ভুলবেন না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!