গায়ক বি প্রাকের সদ্যোজাত সন্তান জন্মের সময়ই মারা গেছে। গায়ক বুধবার তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তার
অনুগামীদের সাথে দুঃখের খবর শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন তাদের নবজাতক পুত্র সন্তান ভুমিস্ট হবার সাথে
সাথেই মৃত্যুর কলে ঢলে পড়ে এবং এই মুহূর্তে তার পরিবার সেই শোকে ডুবে রয়েছেন এবং তারা কিছুদিন একান্তে
থাকতে চান। এ ছাড়াও বি প্রাক চিকিৎসক দের কেও তাদের প্রকৃত প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।
বি প্রাক ৩৬ বছরে তাদের প্রথম সন্তান কে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হয়েছিলেন। তিনি ২০১৯ সালে চণ্ডীগড়ে মিরা
বচ্চনের সাথে বিবাহে আবদ্ধ হয়েছিলেন।
Post Views: 427