দেশের স্বাধীনতা আন্দোলন ও তৎকালীন রাজনৈতিক অবস্থার অন্যতম প্রধান চরিত্র ছিলেন মহাত্মা গান্ধী। যাকে জাতীর জনক বা রাষ্ট্র পিতা হিসাবে চেনে গোটা বিশ্ব, এবার সেই মহাত্মা গান্ধী কেই অসুর রূপে দেখতে পাওয়া গেল কসবায়।
এবছর কশবায় , হিন্দু মহাসভা প্রথম দুর্গা পূজো শুরু করেন আড় সেখানেই দেখা যায় এই দৃশ্য । এখানে মা দুর্গার ত্রিশূল বিদ্ধ অসুর কে দেখতে অবিকল মহাত্মা গান্ধীর মতোই । মাথায় টাক , চোখে গোল গোল ফ্রেমের চশমা হাতে লাঠি । গতকাল ছিল মহাত্মা গান্ধীর জণ্ম জয়ন্তী আর গতকাল এই দৃশ্য দেখে বা জানতে পেরে অনেকেই স্তম্ভিত ।
কংগ্রেস নেতা অধীর চৌধুরী , তৃণমূল কংগ্রেস মুখপাত্র কূণাল ঘোষ ও বি জে পি রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার সহ সকলেই এই ধরণের কর্মের তীব্র বিরোধিতা করেছেন । এরপরেই মহা সপ্তমীর রাতে ”অসুরের” রূপ বদলে ফেলা হয় । মাথায় দেওয়া হয় চুল, চোখ থেকে খূলে নেওয়া হয় চশমা।
হিন্দু মহাসভার সভাপতি চন্দ্রচূড় গোস্বামী জানান, তার কাছে কিছু ঊড়ো ফোন আসে এবং তাকে বলা হয় ”অসুরের” রূপ বদল করতে নাহলে পূজো বন্ধ করে দেওয়া হবে। এটা ”ওপর মহলের” নির্দেশ।