মা দুর্গার আরাধনায় মেতে থাকে গোটা বিশ্ব। বছরের এই পুজোর কটাদিন মা দুর্গার সাথেই সবাই কাটাতে চান। আড্ডা গল্প খাওয়া-দাওয়া নাচ গান কি নেই সেখানে। তবে শেষে আসে বিজয়া মা দুর্গাকে বিদায় জানাতেই হবে।
আর এই বিদায় বেলায় বাঙালি জাতির প্রাচীন রীতি বা প্রথা অনুযায়ী বাঙালি বিবাহিত নারীরা মা দুর্গা কে বরন করার পর মিষ্টি মুখ করিয়ে পান সুপারী দিয়ে মা দুর্গার সিথিঁতে সিঁদুর পরিয়ে তার মঙ্গল কামনা করেন ঘরের মেয়ে মনে করে। তারপরেই মহিলারা একে ওপরের সাথে সিথিঁ তে ও গালে সিদুঁর বিনিময় করে মেতে ওঠেন সিদুঁর খেলায়। মা বোনেদের এই সিদুঁর খেলায় মেতে ওঠেন পুরুষরাও।
এই রীতি শুধুমাত্র বাঙলাতেই সীমাবদ্ধ নেই। দেশ বিদেশের যেখানে দুর্গা পুজোর আরাধনা হয় সেখানেই এই সিদুঁর খেলার রেওয়াজ পালিত হয়ে থাকে।। আর এই প্রথাগত রীতি থেকে বাদযায়নি বলিউডও।
মুম্বাই ফিল্ম নগরীতে বাঙালীদের প্রভাব ঐতিহাসিক। প্রতি বছরের মতো এবছরও উত্তর মুম্বাইয়ে বিখ্যাত মুখার্জী পরিবারে ধুমধাম করে আয়োজন ছিল দুর্গা পুজোর। আর মুখার্জী পরিবার মানেই রানী মুখার্জী আর কাজল দেবগন।
সাথে অন্য প্রবীন বাঙালী অভিনেতা দের সাথে ভীড় করেন বহু বলিউড তারকা। গতকাল বিজয়া দশমীতে মা দুর্গার বিদায় বেলায় মুখার্জী পরিবারে সিদুঁর খেলায় মেতে উঠলো প্রায় গোটা বলিউড। আপনাদের জন্য রইলো সেই ছবি।