বিগত এক মাস যাবত চলছিল বিশ্বকাপ ক্রিকেট ২০২৩, সমগ্র বিশ্বের ক্রিকেট প্রেমী মানুষ এই বিশ্বকাপ ক্রিকেট জ্বরে কাঁপছিলেন যার পারদের সর্বোচ্চ উত্তাপ ছিল গতকাল। গতকাল ছিল ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর ফাইনাল। ফাইনালে মুখোমুখি হয়েছিলো এবারের সর্বশ্রেষ্ঠ দুই ক্রিকেট দল ভারত ও অস্ট্রেলিয়া। ভারতের আমেদাবাদে নব নির্মিত নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত এই ফাইনালের দিকে তাকিয়ে ছিলেন গোটা বিশ্বের ক্রিকেট প্রেমী মানুষরা। স্বাভাবিক ভাবেই ভারতীয় ক্রিকেট প্রেমী মানুষরা ভারতের জাতীয় দলকেই সমর্থন করছিলেন কিন্তু শেষ পর্যন্ত ভারত পরাজিত হয়। কিন্তু এই খেলার প্রতি বেশ কিছু মানুষের আবেগ এতটাই গভীর হয় যা কল্পনাতীত। বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হার মেনে নিতে পারলেন না বাঁকুড়ার এই যুবক।
বাঁকুড়া*: পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বেলিয়াটোরের তেইশ বছর বয়সী যুবক রাহুল লোহার বিশ্বকাপে ভারতের পরাজয়ে আহত হয়ে আত্মহত্যা করেছেন। জানা গেছে, তিনি একজন কট্টর ক্রিকেট ভক্ত ছিলেন এবং বিশ্বকাপে দেশের পরাজয় মেনে নিতে পারেননি। মানসিক অবসাদের জেরেই নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ওই যুবক। পরিবারের দাবি, বিশ্বকাপে ভারতের হারের কারণেই এই আত্মহত্যা।