ঠিক যে আশঙ্কায় ভুগছিল কলকাতা বাসী, ঠিক সেটাই ঘটেগেল। সাধারণ কলকাতা বাসী জানতেন বা মানতেন আলিপুর আবহাওয়া দপ্তর ঠিক যা আশঙ্কা করেন ঠিক তার উল্টো টাই হয়ে থাকে। কিন্তু ইদানিং কালে তাও হচ্ছে না। আলিপুর আবহওয়া দপ্তর এখন একেবারে ঠিক ঠাক আবহওয়ার ভবিষ্যত বলে দিচ্ছেন।
বিগত দুবছর করোনা মহামারীর প্রকোপে শারদ উৎসব যাহোক করে উদযাপন করার পর এবার করোনা মুক্ত হয়ে প্রথমা থেকেই ভীড় করেছেন কলকাতার রাজপথে তথা নাম করা পুজো মন্ডপে। এ কদিন সব ঠিক থাকলেও আজ একটু আগে বরুনদেব হঠাত করেই বাঙালির আনন্দে ঝেঁপে নেমে এলেন।
কলকাতার গনেশটকি অঞ্চলে আমাদের প্রতিনিধি কুশল নাগ পাঠালেন বর্তমান পরিস্থিতির ছবি। আগামী দিন গুলি কি বরুন দেব এই ভাবেই মাটি করবেন? কপালে ভাঁজ পুজো কমিটির ও প্রতিটি বাঙালির।