গতকাল বিকেল থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্বোধন শুরু করলেন পুজো মণ্ডপের । গতকাল বিকেলে তিনি কলকাতার ৩ টি বিখ্যাত পুজো কমিটির মণ্ডপ ও প্রতিমা উদ্বোধন করেন । প্রথমেই তিনি লেক টাউনের অন্যতম বিখ্যাত শ্রীভুমি স্পোর্টিং ক্লাবের প্রতিমা ও মণ্ডপ উদ্বোধন করেন। গতবার এই পুজো করোনা আবহের (২য় বছরে ) দুবাই -এর সব থেকে উচ্চতম ভবন বুরজ খালিফার আদলে মণ্ডপ করে কলকাতা তথা বংবাসি কে অবাক করে দিয়েছিল । উপচে পড়েছিল ভিড় । জনগণের ভিড় সামাল দিতে একটা সময় মণ্ডপ বন্ধ করে দেওয়া হয়েছিল সাধারন দর্শক দের জন্য । করোনা মহামারীর ২য় বর্ষ থাকার জন্য বেশ সমালোচনার মুখেও পরতে হয় এই পুজো কমিটি কে । তবে এবারের করোনা সঙ্ক্রমনের হার একেবারে নেই বললেই চলে তাই এবছর তারা আবারও চমক লাগাতে এবারে তারা পাশ্চাত্যের ”ভ্যাটিকান সিটি- র” আদলে মণ্ডপ সজ্জা করেছেন।
এর পরেই মাননীয়া পৌঁছে যান সল্টলেকের এফ.ডি ব্লকের পুজো মণ্ডপে । উদ্বোধন করেন সল্টলেকের এফ.ডি ব্লকের পুজো মণ্ডপ।
সল্টলেকের এফ.ডি ব্লকের পুজো মণ্ডপের থেকে চলে আসেন উত্তর কলকাতার আরও এক বিখ্যাত পুজো মন্ডপের উদ্বোধনী অনুষ্ঠানে । টালাপার্ক প্রত্যয় । শিল্পী সুশান্ত পালের পরিকল্পনায় এবারে ভাবনা – ”ঋতি……. the motion” যা এবারে কলকাতা তথা বঙ্গবাসীর কাছে দারুন এক চমক । যদিও রাজনৈতিক ও সমালোচকরা ইতিমধ্যেই মহালয়ার আগে পুজো মণ্ডপ উদ্বোধন নিয়ে সমালোচনা শুরু করেছেন।