কোলকাতায় উৎসবের দিন গুলিতে মদের বিক্রি রেকর্ড পরিমাণে হলে অথবা শহরে মদের জন্য মল তৈরির খবর আমরা পেলেও এহেন, অত্যাধুনিক ব্যবস্থা এই প্রথম চালু হল বিহারে।
VIP মাতালদের জন্য শীততাপ নিয়ন্ত্রতিত “হাজত” এই প্রথম চালু হল বিহারের সমস্তিপুরে। এই হাজতে প্রতি ঘরে থাকছে আরাম দায়ক দুটি শয্যা ও দুটি আরাম দায়ক সোফা। নিরাপত্তার কারনে পাহারায় থাকবে একটি সারমেয়।
এই উন্নত চিন্তা ভাবনার কারন, সবথেকে বেশি পরিমান ভি আই পি মাতাল দেখতে পাওয়া যায় বিহার, পাঞ্জাব, উত্তর প্রদেশ ও দিল্লীতে। পুলিশ কর্মী থেকে রাজনৈতিক নেতা দের মাতালামির ভিডিও সামাজিক মাধ্যমে ভরে গিয়েছে অনেক আগেই। এবার তাদের নিরাপদ স্থানে রেখে মাতলামী করার জন্যই বিহার প্রশাষনের এই নবতম উদ্যোগ। এই সব ভী আই পি মাতাল দের প্রকাশ্যে মাতাল বা নেশাগ্রস্থ অবস্থায় পেলেই তুলে আনা হবে এখানে ।
#WATCH | Bihar: The Excise Department has arranged a VIP ward for VIPs caught intoxicated publically in the state. VIP cells have been constructed in Samastipur Excise Department to keep VIP persons for 24 hours. pic.twitter.com/v85fEDAP62
— ANI (@ANI) October 9, 2022