বাংলা ছবির ব্যাবসা এখন ঠিক কতটা তা নিয়ে দ্বিধাবিভক্ত বাংলা ছবির নির্মাতারা। কেউ প্রচার মাধ্যমে কেক কেটে সাফল্যের একুশদিন উদযাপন করেন। আবার কেউ হল না পাবার আফসোস জাহির করেন। তবে এদের সকলের থেকেই একে বারে প্রান্তিক ভাবে কমার্শিয়াল বাংলা চলচ্চিত্র নিয়ে সাফল্য খোঁজার চেষ্টা করছেন বাংলার অন্যতম নায়ক জিৎ।
যেখানে বাংলা চলচ্চিত্র মৃলত তৈরী হচ্ছে অতীতের কাহিনী বা বাংলা নষ্টালজিক গল্প গুলিকে সেমি কমার্শিয়াল ভাবে দেখানোর সেখানে একমাত্র জিৎ একের পর এক ফ্লপ দেখার পরেও আফসোস বিহীন ভাবে বাংলা কমার্শিয়াল চলচ্চিত্র কে আবার নতুন করে তুলে ধরার চেষ্টা করছেন। শুধুমাত্র এখানেই শেষ নয়, বাংলা চলচিত্র কে সর্ব ভারতীয় ভাবে পরিবেশনা করার নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছেন তিনি। নিজেকে বেশী প্রচারের আলোয় না রাখলেও ট্রোলার দের উত্তরে জানিয়েছেন, তিনি ফিল্ম মেকার, আইসক্রিম বিক্রি করেন না যে সকল কে খুশী করতে পারবেন।
গতকাল তার নতুন ছবির শুভমুক্তির অনুষ্ঠানে কি জানালেন কলাকুশলীরা দেখুন ভিডিও