রাজ্যে প্রতি বছর বর্ষা নামার সাথে সাথে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যাবার ঘটনা যেন হয়ে উঠেছে এক প্রাকৃতিক নিয়ম। বিগত বেশ কয়েকবছর বর্ষা কালে জমা জলের মধ্যে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকার কারনে বেশ কিছু মৃত্যু ঘটেছে। বার বার সংবাদ শিরোনামে বিদ্যুৎ সরবরাহ সংস্থার গাফিলতি উল্লেখ হলেও তাদের কোন উন্নতির লক্ষন নেই। গতকাল আবারও বৃষ্টির মধ্যেই বাড়ির সামনে পড়ে থাকা গাছের ডাল সরাতে গিয়েই ঘটে গেল অঘটন। মারাগেলেন একই পরিবারের দুজন।
বাড়ির সামনে রাস্তার উপরে পড়ে থাকা গাছের ডাল সরাতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যু হল বাবা ও ছেলের। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার সিন্দানি গ্রাম পঞ্চায়েতের মাগুর কোনা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে সকালে বাড়ির সামনে রাস্তার উপরে একটি ভাঙা ডাল পড়ে থাকতে দেখেন সমীর দাস (৬৮) সেই দলটি সরাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন, বাবা চিৎকার ছেলে ঘর থেকে বেরিয়ে বাবাকে ছাড়াতে গিয়ে এই বিদ্যুতেই পিষ্ট হয়ে মৃত হয় ছেলে বিকাশ দাসের (৪২) স্থানীয় নলডুগরী বাজারে বৈদ্যুতিক সরঞ্জাম এর দোকান আছে তার ৷ সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন দুজন দুজনকে বনগাঁ হাসপাতালে নিয়ে এলে ডাক্তাররা তাদের মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।