Home » ব্যালটের পর এবার ভোটার কার্ডের বান্ডিল উদ্ধার পুকুর থেকে।

ব্যালটের পর এবার ভোটার কার্ডের বান্ডিল উদ্ধার পুকুর থেকে।

পঞ্চায়েত ভোটের পর থেকেই বিভিন্ন পুকুর জলাশয় ব্যালট বাক্স ও ব্যালট পেপারের উদ্ধারের ঘটনা ঘটেছিল ৷এবার রাস্তার পাশের একটি পুকুরের মধ্য থেকে ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। বুধবার সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার গোপালনগর থানার দক্ষিণ সুন্দরপুর গ্রামে।এদিন সকালে পুকুরের মালিক নজরুল মন্ডল মাছ ধরতে এসে তার জালে একটি ভোটার কার্ডের বান্ডিল ওঠে ৷খবর পেয়ে পুলিশ এসে সেটি উদ্ধার করে নিয়ে যায় ৷ওই বান্ডেলটির মধ্যে ১৮ টি ভোটার কার্ড ছিল ৷যার মধ্যে স্থানীয় এবং বিভিন্ন এলাকার মানুষের পরিচয় রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ৷

বাসিন্দাদের অভিযোগ যেভাবে এবার ভোট হয়েছে তাতে ভোটার কার্ডগুলি এই শাসক দলের লোকজন কোন কাজে ব্যবহার করে পরে পুকুরে ফেলে দিয়েছে ৷ বিরোধীদের বক্তব্য ‘যেভাবে এবার ভোট হয়েছে ব্যালট পেপার ফেলে দেয়া হয়েছে ব্যালট বাক্স ও জলে ফেলে দেয়া হয়েছে ৷শাসক দলের লোকেরা তেমনই কোন কাজে ব্যবহার করবার জন্য এই ভোটার কার্ডগুলি এনে পরে ফেলে দিয়েছে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!