বর্তমান 4G/5G ডিজিটাল প্লাটফর্মের যুগে ক্রমশই আমরা হারাতে শুরু করেছি আমাদের ঐতিহ্য গুলী। বাঙালীর ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে সব থেকে প্রিয় পার্বণ হল শারদ উৎসব , যেখানে জাতি ধর্ম বিভেদ ভূলে আপামর পশ্চিমবঙ্গ বাসী মেতে উঠি মাতৃ আগমনের আনন্দে । কিন্তু এই আনন্দ উৎসবে যেখানে আজ নানাবিধ সম্মানের আয়োজন সেখানেই বাঙলার প্রাচীন এক ঐতিহ্য ঢাক শিল্প যা ক্রমেই বিলুপ্তির পথে ।
তাই দ্যা ইন্ডিয়ান ক্রনিকেলস আয়োজোন করে ” শ্রেষ্ঠ ঢাক সম্মান ২০২২ ” । এই প্রথম ঢাক ও ঢাকী দের শিল্পীর সম্মান জানাতেই এই উদ্যোগ । এবার এই প্রথম বছরে ”শ্রেষ্ঠ ঢাক সম্মান ২০২২” এর শ্রেষ্ঠত্বের বিচারে প্রথম হয় নিউ আলিপুর সুরুচি সংঘ। আজ মহাষষ্ঠীর সন্ধ্যায় তাদের হাতে সেই পুরস্কার তুলে দেন PANSARI MASALE & PACHAK এর শীর্ষকর্তারা । উপস্থিত ছিলেন দ্যা ইন্ডিয়ান ক্রনিকেলস এর প্রমুখ কুশল নাগ ও PANSARI MASALE & PACHAK এর তরফ থেকে মনমোহন আগাড়য়াল ও কাবেরি আগাড়য়াল।
আপনাদের জন্য রইলো পুরস্কার বিতরণীর কিছু ছবি ও ভিডিও ।