অপ্রতিম মজুমদার: ছাপোসা আটপৌরে সংসার করা টা ঠিক কত টা কঠিন সেটাই বুঝিয়ে দিতে রুপোলী পর্দায় শ্রীমতী এলেন পরিচালক অর্জুন দত্ত – র হাত ধরে।
পরিচালনার পাশাপাশি ছবির গল্প ও চত্রনাট্য লিখেছেন অর্জুন নিজেই৷ কান সিং সোধার প্রযোজনা সংস্থা কেএসএস প্রোডাকশনস অ্যান্ড এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে ‘শ্ৰীমতী’।
ওটিটি প্ল্যাটফর্মের একঘেয়েমি কাটাতে হলমুখী হচ্ছে সিনেমাপ্রেমীরা। সিনেমা হলের বাইরে ঝুলছে ‘হাউজফুল’ বোর্ড। একে একে সামনে আসছে পাইপলাইনে থাকা বাংলা ছবি মুক্তির তারিখ।
৮ ই জুলাই হল রিলিজ হয়েছে সোহম-স্বস্তিকা অভিনীত শ্রীমতী।এই প্রথম একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে স্বস্তিকা ও সোহম কে।
এছাড়াও এছবিতে অভিনয় করেছেন বরখা বিশত সেনগুপ্ত , খেয়া চট্টোপাধ্যায়, দেবযানী বসু,সুদর্শন চক্রবর্তী।
সেই সঙ্গে রয়েছেন বাংলা টেলিভিশনের দুই জনপ্রিয় মুখ – তৃণা সাহা ও উদয় প্রতাপ সিং৷
স্বস্তিকা মুখোপাধ্যায় ‘শ্রীমতী’ চরিত্রে এবং সোহম চক্রবর্তী, তার স্বামী- অনিন্দ্যর চরিত্রে অভিনয় করছেন ছবিতে।
৯ই জুলাই দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলে স্পেশাল স্ক্রিনিং এ উপস্থিত ছিলেন সিনেমার কলাকুশলীরা এবং মীর আফসার আলী, ইন্দ্রজিৎ লাহিরী(ফুডকা), নীল চ্যাটার্জি সহ আরো অনেক বিশিষ্ট অতিথিরা।