পর্ণা চ্যাটার্জী, কলকাতাঃ গত ৫ই জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস। সারা পৃথিবী জুড়ে পালিত হয়েছে এই দিন। আমরা সকলেই বুঝতে পারছি পরিবেশের কতটা ক্ষতি ইতিমধ্যেই হয়ে গেছে। গরম দিন দিন যেভাবে বেড়েই চলেছে তাতে করে আর কিছু বছর পর দিনের বেলা ঘর থেকে বেরনোই বন্ধ করে দিতে হবে। এমতবস্থায় গাছ লাগানো পরিবেশকে বাচানই আমাদের বাঁচার একমাত্র উপায়। দেশের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয় এই দিন।
কোন নির্দিষ্ট গাছ লাগানো হয়না, সব গাছই অক্সিজেন দেয় পরিবেশ বাঁচাতে সক্ষম। তাই যেকোনো গাছই রোপণ করা হয় এই দিন। দিল্লীতে এইদিন চোখে পড়ে এক ব্যতিক্রমী দৃশ্য। এক ব্যক্তি গাছ লাগানোর জন্য গ্রেপ্তার হয়। কিন্তু এর কারণ কি? সব গাছই তো অক্সিজেন দেয় তাহলে যেকোনো গাছ লাগালেই তো হল, তাহলে সেই লোকের জেল হল কেন?
দিল্লীতে গ্রেপ্তার হওয়া সেই ব্যক্তির নাম গজধর। সেই ব্যক্তি পরিবেশ দিবস উপলক্ষে ১০০ টি গাঁজা গাছ রোপণ করেন। বৃক্ষরোপণ তো করেছেন তিনি তাহলে এতে ভুল কোথায়? গাঁজা একটি মারাত্মক ক্ষতিকর নেশার জিনিস। গাঁজা ভারতে নিষিদ্ধ। যদিও লুকিয়ে চুরিয়ে গাঁজা সাপ্লাই হয়েই থাকে, ধরা পড়লে পুলিশের মারও জোটে কপালে। সেই নিষিদ্ধ গাছ প্রকাশ্যে রোপণ করলে তাকে তো গ্রেপ্তার হতেই হবে।