Headlines
Home » সমদর্শী দত্তের পরিচালনায়, Films and Frames দ্বারা প্রযোজিত, Klikk OTT platform এ আগামী মাসে আসতে চলেছে একটি হৃদয় স্পর্শী ওয়েব সিরিজ – | ইতি Memories |

সমদর্শী দত্তের পরিচালনায়, Films and Frames দ্বারা প্রযোজিত, Klikk OTT platform এ আগামী মাসে আসতে চলেছে একটি হৃদয় স্পর্শী ওয়েব সিরিজ – | ইতি Memories |

সমদর্শী দত্তের পরিচালনায়, Films and Frames দ্বারা প্রযোজিত, Klikk OTT platform এ আগামী মাসে আসতে চলেছে একটি হৃদয় স্পর্শী ওয়েব সিরিজ –

| ইতি Memories |

Teaser পোস্টার টি সাড়া ফেলে দিয়েছিলো কয়েকদিন আগেই. এবার উন্মোচন এর পালা  দ্বিতীয় পোস্টার এর.

মল্লার একজন প্রবাসী বাঙালি। বহুবছরের প্রেমিকা এবং ফিয়ন্সী আহেরীর আব্দার রাখার জন্য ঠিক বিয়ের আগে আগেই আহেরীর ভালোবাসার শহর অর্থাৎ কলকাতা শহরে মল্লার আসছে, ভালোবাসার মানুষের ভালোবাসার শহরটিকে নিজের মত করে চিনে নেওয়ার জন্য। কোনো একসময় আহেরী মজা করে মল্লারকে বলেছিল যে মল্লার কখনো কলকাতায় এলে এই তিনশো বছরের প্রাচীন শহরের ইতিহাসের সঙ্গে সে মল্লারকে পরিচিত করে তুলবে, অর্থাৎ মল্লারের কলকাতা ভ্রমণের টুর গাইড হবে আহেরী। কিন্তু মজার ছলে বলা নিজের সেই প্রতিশ্রুতি আর রক্ষা করা হয় না আহেরীর। মল্লারের বিমান যেদিন সকালে কলকাতার মাটি স্পর্শ করে সেইদিনই আহেরীর মৃত্যু ঘটে এক নির্মম পথ দুর্ঘটনায়।

আহেরীর মৃত্যু থেকেই আসলে আরম্ভ হয় মল্লারের কলকাতা যাপন, যে যাপন আসলে আহেরীর দেখা এবং আহেরীর যাপনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। একাধিক ওঠা – পড়ার মধ্যে দিয়ে আরম্ভ হয় তার জীবনের এক নতুন জার্নী।

প্রযোজনা: Films and Frames

কাস্ট :-
সৌম্য মুখার্জী
তানিকা বসু
অভিজিৎ দত্ত
সুদীপা বসু
দেবপ্রসাদ হালদার
দীপক হালদার
শাব্বির বেইগ
মিঠুন দেবনাথ
কৌশিক সীল
অয়ন্তিকা নাথ

সিনেম্যাটোগ্র্যাফী :- সৌরভ বন্দ্যোপাধ্যায় ও দীপ্যমান ভট্টাচার্য

সঙ্গীত: শ্রাবণ ভট্টাচার্য

সম্পাদক :- কৌস্তভ সরকার

ক্রিয়েটিভ ডিরেক্টর :- প্রসেনজিৎ বিশ্বাস

প্রোডাকশন অ্যাসোসিয়েট :- অম্লানদীপ চৌধুরী

গণসংযোগ: রানা বসু ঠাকুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!