পুজোর আনন্দে গোটা শহর যেখানে আনন্দে মাতোয়ারা , সেখানেই ষষ্ঠীর সন্ধ্যায় সল্টলেকের পানশালায় ঘটে এই ঘটনা । ঘোটনার সূত্রপাত , সল্টলেকের “Go Where” পানশালায় কিছু যুবক যুবতী গানের সাথে নেচে আনন্দ করছিলেন তখনই তাদের মধ্যে থেকে একজন পানশালার ”ডি জে” কে বাংলা গান চালানোর অনুরোধ করায় বাধে তর্ক । পানশালার ”ডি জে” ও মালিক পক্ষ এর প্রতীবাদে যুবক যুবতী দের গালিগালাজ করে ও ধমকি দেয় ।
এরপরেই খবর যায় বাংলাপক্ষ-র কাছে । বাংলা পক্ষ এসে পাল্টা ধমক দিতেই পানশালায় বেজে ওঠে বাংলা গান।
দুর্গাপুজোয় সল্টলেকের “Go Where” পানশালায় বাংলা গান বাজানোর অনুরোধের প্রতুত্তরে জোটে গালি, হিন্দিভাষী ডিজে বাংলা গানকে বলে ‘what the fuck’ এমনকি বাঙালিদের পানশালা কর্তপক্ষ চমকায়। খবর আসে বাংলা পক্ষের কাছে, বাংলা পক্ষ কর্তৃপক্ষকে পাল্টা ধমকায়। বেজে ওঠে “ঢাকের তালে কোমর দোলে”। pic.twitter.com/L1d6xCKbdt
— Garga Chatterjee (@GargaC) October 1, 2022