অম্বিকা কুন্ডু, কলকাতা
আর জি কর তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলা শুনানি চলছে সুপ্রিম কোর্টে। গত ২ দিনের শুনানির পর ৩য় শুনানির দিন ছিল ২৭শে সেপ্টেম্বর। কিন্তু রাজ্যের দাবিতে শুনানির তারিখ পিছিয়ে করা হলো ৩০শে সেপ্টেম্বর। রাজ্যের দাবী মানলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।
নির্ভয়ার ধর্ষণ ও খুন মামলার বিচারের ভার নিয়েছিল সুপ্রিম কোর্ট।সেই মামলার শুনানি চলছে। এই তদন্তের সমস্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে সরকারের ও সিবিআই এর পক্ষ থেকে। সেই সকল রিপোর্টকে খতিয়ে দেখা হচ্ছে।
রাজ্যের পক্ষ থেকে অনেক দিন আগেই অনুরোধ করা হচ্ছিল তারিখ পরিবর্তনের জন্য, সেই নিয়েই সিদ্ধান্ত জানানো হবে সোমবার। তাই এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেই অনুরোধ অনুরোধ মেনে নিয়ে শুনানির তারিখ ২৭শে এর পরিবর্তে ৩০শে সেপ্টেম্বর করা হয়।
প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি মনোজ মিশ্র, বিচারপতি জে বি পর্দিওয়ালার বেঞ্চে চলছে শুনানি। রাজ্যের তরফে সওয়াল করছেন আইনজীবী কপিল সিব্বল, সিবিআই-এর তরফে সওয়াল করছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। শেষবারের শুনানিতে ছিলেন মোট ২৩২ জন আইনজীবী।