Headlines
Home » স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র সায়াহ্নের জন্য সেরা চিত্র পরিচালকের শিরোপা জিতলেন অর্নব

স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র সায়াহ্নের জন্য সেরা চিত্র পরিচালকের শিরোপা জিতলেন অর্নব

ফের আরও এক সফলতার পালক সায়াহ্নের মুকুটে। পরিচালক অর্ণব বিশ্বাসের স্বল্পদৈর্ঘ্যের ছবি ইতিমধ্যেই জিতে নিয়েছে বহু আন্তর্জাতিক পুরস্কার। সম্প্রতি কলকাতা ইন্টারন্যাশনাল মাইক্রো ফিল্ম ফেস্টভ্যালের মঞ্চ থেকে অর্ণব জিতে নিল সেরা পরিচালকের পুরস্কার।

বিচারকদের মধ্যে ছিলেন বিশ্ববরেণ্য চিত্র-পরিচালক গৌতম ঘোষ, অভিনেত্রী বাসবদত্তা,পায়েল সরকার, প্রখ্যাত চিত্র-পরিচালিকা শতরুপা সান্যাল এবং আরো অনেক খ্যাতনামা ব্যক্তিত্ব। “প্রতিটা পুরস্কারই পরবর্তীতে আরো ভাল কাজ করতে অনুপ্রেরণা যোগায়” জানালেন পরিচালক অর্নব বিশ্বাস। সায়াহ্নের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন উমা ভদ্র এবং রিমন পাল। কাহিনী,চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অর্ণব বিশ্বাস নিজে। সম্পাদনায় ছিলেন রাহুল চ্যাটার্জী এবং চিত্রগ্রহণে অঙ্কিত রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!