আজ্ঞে হ্যা , ঠিক -ই পড়েছেন । ১লা সেপ্টেম্বর কলকাতা শহরে কালো ছাতা নিষিদ্ধ । এই আবেদন করেছেন স্বয়ং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ।
সম্প্রতি বাংলার দুর্গোৎসব কে ইউনেস্কো থেকে হেরিটেজ সম্মান জানায় এবং সেই কারনেই ১লা সেপ্টেম্বর কলকাতার রাজপথে হবে বিশেষ পদযাত্রা যার নেতৃত্ব দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে । এদিন এই পদযাত্রায় সামিল হবেন বাংলার প্রতিটি দুর্গোৎসব কমিটির সদস্যরা সহ কলকাতার গুনিজন ব্যাক্তিরা। মাননীয়ার আমন্ত্রনে এই পদযাত্রায় উপ্সথিত থাকবেন ইউনেস্কোর প্রতিনিধিরাও ।
এদিন এই বিশেষ পদযাত্রা উপলক্ষে মাননীয়া সব স্কুল কলেজ ও বেশ কিছু অফিসে ছুটি ঘোষণা করেছেন । পদযাত্রা শুরু হবে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে।
যেহেতু কলকাতার রাজ পথে এই পদযাত্রা একটি আনন্দের কারনে তার সাথে ইউনেস্কো কে বাংলার তরফ থেকে সম্মানের সাথে কৃতজ্ঞতা জানানোর জন্য তাই নবান্ন থেকে আই পদযাত্রায় কালো ছাতার ব্যাবহার না করার আবেদন জানানো হয়েছে। কালো ছাতার পরিবর্তে রঙ্গিন ছাতা ব্যাবহার করতে পারবেন সবাই এমনটাই জানানো হয়েছে নবান্ন থেকে ।