উপস্থিত ছিলেন মাননীয় দমকল মন্ত্রী সুজিত বসু, টলি তারকা “ভাসান বাপি” খ্যাত রোহান ভট্টাচার্য, ও “গৌরী এল”…. খ্যাত অভিনেত্রী অনিন্দিতা কিয়ানা দাস। এই বছর বাঙুর রেসিডেন্ট আসোসিয়েসনের পুজো পা দিচ্ছে 69 বছরে যেটি কৌশিক ইভেন্টস এর পরিকল্পনায় আয়োজিত হবে। তার আগে খুটি পুজো হয়ে গেল এদিন যার থিম ” ত্রিনয়ন” ।
ত্রিনয়ন দেবী দুর্গা তার আদি শক্তিকে অস্ত করে মহিষাসুর বধ করে মর্তবাসীর কাছে আসরিক শক্তির ছায়া মুক্ত করেন | অসুর বলতে আমরা বুঝি বদ শক্তি ও বুদ্ধির অধিষ্ঠাতা দেবী দুর্গা তার সপরিবারে ধরিত্রীতে আসেন মর্তবাসিকে এই আসরিক শক্তি থেকে সামলে থাকার বার্তা নিয়ে প্রতিবছর তার অন্তর্দান হয় আমাদের স্মরণ করানোর জন্য যে আসরিক শক্তি সর্বদাই পরাজিত পশুর বলতে কেবল মহিষাসুরকেই বোঝায় তা নয় বদ বুদ্ধিসম্পন্ন মানুষকেও পশুর হিসাবে গণ্য করা হয়। সাধারণ মানুষের মধ্যেই দেব দেবী ও অসুরের রূপ বর্তমান থাকে।