স্বর্ণালী পাত্র, কলকাতা: জুন মাসের শুরু থেকেই চলছে দাবদাহ। এখনই বর্ষার আগমনের সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার থেকে তাপ প্রবাহ চলতে পারে হাওড়া,হুগলী,পুরুলিয়া ঝাড়গ্রাম,পশ্চিম মেদিনীপুর পূর্ববর্ধমান এবং নদীয়াতেও। আগামী পাঁচ দিন দ্রব্য-দাহ থেকে বাঁচতে রাজ্যবাসীকে কি কি করতে হবে সে বিষয়ে সচেতন করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
সোমবার অর্থাৎ ৫ জুন থেকে শনিবার ১০ জুন পর্যন্ত উত্তর এবং দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় জানানো আবহাওয়া দপ্তর। একই সঙ্গে বুলেটিনে বলা হয়েছে তাপমাত্রা এক লাফে বাড়তে পারে ৩-৫ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর,দুই বর্ধমান বীরভূম,মুর্শিদাবাদ,মালদা এবং উত্তর দিনাজপুর জেলাতে তাপ প্রবাহের মাত্রা থাকবে সর্বাধিক। এছাড়াও হাওড়া এবং হুগলি জেলাতেও সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় টা প্রবাহ না থাকলেও অস্বস্তিকর আর্দ্র গরম আবহাওয়া থাকবে।
তাপপ্রবাহের তালিকায় নাম নেই কলকাতার। এমনকি ভুত এবং বৃহস্পতিবার কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা কমবে না শহরে।
সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৮ ডিগ্রী সেলসিয়াস, যা আগামী দিনে ১-২ ডিগ্রী বাড়তে পারে।
তাপপ্রবাহ থেকে বাঁচতে কি কি করণীয় :
১) দীর্ঘক্ষণ রোদে থাকা যাবে না
২) বেরোলে কাপড়,টুপি অথবা ছাতা দিয়ে মাথা ঢাকা উচিত।
৩) প্রচুর জল খেতে হবে।
৪) ওআরএস বা বাড়িতে তৈরি পানীয় লস্যি,লেবুজল, ঘোল খাওয়া যেতে পারে।
৫) ভারী কাজ দুপুরের দিকে কড়া রোদে না করে দিনের যে সময় কম তাপমাত্রা রয়েছে কিংবা বিকেলের পর করা উচিত।
৬) বিশ্রামের সময় বৃদ্ধি প্রয়োজনে কিছুক্ষণ অন্তর অন্তর সামান্য বিশ্রাম নেওয়া।
৭) হিট স্ট্রোক,হিট ক্রাম্প বা হিট রাশের লক্ষণ বুঝতে হবে। সাধারণত এই সময় দুর্বল বোধ হতে পারে, মাথা ঘুরতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে এমনকি ফিট হওয়ার মত লক্ষণ দেখা দিলে নিকটবর্তী হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করা উচিত।