স্বর্ণালী পাত্র, কলকাতা: আগামী ১৬ই জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ওম রাউত রচিত এবং পরিচালিত ছবি “আদিপুরুষ”। আদিপুরুষ একটি পৌরাণিক চলচ্চিত্র যা মহাকাব্য রামায়ণের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। মঙ্গলবার ছবি মুক্তির পূর্বে মুক্তি পেয়েছে এই ছবিটির চূড়ান্ত ট্রেলার। “আদিপুরুষ” -এর নতুন ট্রেলারটি পূর্বে মুক্তিপ্রাপ্ত টিজারটির তুলনায় অনেক গুণ উন্নত।
২০২২ সালে সর্বপ্রথম মুক্তি পেয়েছিল আদিপুরুষের টিজার। তখন এর দুর্বল ভিসুয়াল এফেক্ট এবং কম্পিউটার গ্রাফিক্সের জন্য ট্রোলড হয়েছিল টিজারটি। তাই নির্মাতারা ছবির মুক্তির স্থগিত রেখে গ্রাফিক্স এবং ভিজুয়াল এফেক্ট এর ওপর কাজ চালান। গত মঙ্গলবার দর্শকদের সামনে তাদের পরিশ্রমের ফল রাখে আদিপুরুষের নতুন ট্রেলার। ট্রেলার দেখে বলাই বাহুল্য পূর্বের তুলনায় নতুন ট্রেলারটি কতটা চিত্তাকর্ষক। দর্শক মহলে সাড়া ফেলেছে এই ট্রেলার। এখন প্রেক্ষাগৃহে আদি পুরুষ আসার অপেক্ষায় দিন গুনছেন সকলেই।
এই ছবিতে রাঘব চরিত্রে অভিনয় করেছেন প্রভাস, কৃতি সাননকে দেখা যাবে জানকির চরিত্রে, সানি সিং থাকবেন লক্ষণের চরিত্রে, সাইফ আলি খানকে দেখা যাবে, লঙ্কেশের ভূমিকায়, দেব দত্ত থাকছেন বজরং – এর ভূমিকায়। ২ মিনিটেরও বেশি দীর্ঘ ট্রেলারটি সীতা হরণ থেকে শুরু করে লঙ্কেশের চরিত্রে সাইফ এবং যুদ্ধক্ষেত্রে রাঘবের চরিত্রে প্রভাসের জ্বলে ওঠা অর্থাৎ রামায়ণের কাহিনীকে প্রতিষ্ঠিত করে। ৫০০ কোটি টাকার বিশাল বাজেটে তৈরি এই ছবিটি প্রেক্ষাগৃহে 3D তে মুক্তি পাবে। চিত্রগ্রাহক কার্তিক পালানি, এডিটর অপূর্ব মতিওয়ালে শালী এবং আশিস মাহত্রে প্রযুক্তিগত দলের অংশ।
আদিপুরুষ ভারতে হিন্দি, তেলেগু,তামিল,কন্নড় এবং মালায়ালাম সহ পাঁচটি ভিন্ন ভাষায় মুক্তি পাবে। ১৬ই জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পূর্বে ছবিটি ১৩ই জুন নিউইয়র্কের ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার করা হবে। ছবির গান এবং ট্রেলার দেখার পর দর্শকদের উত্তেজনা এবং আগ্রহ রয়েছে তুঙ্গে।