পর্ণা চ্যাটার্জী, কলকাতাঃ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়াল টলিউডের। তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী এবং অভিনেত্রী সায়নী ঘোষকে নোটিশ পাঠাল ইডি। শুক্রবার সিজিও কমপ্লেক্স-এ হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে তাকে। কুন্তল ঘোষের সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়েই জেরা করা হবে তাকে।

কুন্তল ঘোষের গ্রেপ্তারের পর তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করে ইডি। আর্থিক বিষয় নিয়ে তদন্ত করতে গিয়েই উঠে এসেছে সায়নী ঘোষের নাম। এমনকি কুন্তল ঘোষের সম্পত্তি কেনাবেচার ব্যাপারেও উঠে এসেছে সায়নী ঘোষের নাম। সেই আর্থিক লেনদেন ও সম্পত্তির বিষয় নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে অভিনেত্রীকে। ইডি সূত্রের খবর সায়নী ঘোষকে বেশ কিছু নথি জমা করতে বলা হয়েছে। সে বিষয়ে এখনও মুখ খোলেননি সায়নী ঘোষ।

গত মঙ্গলবার রাতে নোটিশ পাঠানো হয় তাকে। শুক্রবার ১১ টার সময় শুরু হবে জিজ্ঞাসাবাদ। গত কয়েকমাস ধরে একাধিক সাক্ষীর বয়ান রেকর্ড করেছে ইডি। সেই বয়ানে একাধিক বার উঠে এসেছে সায়নী ঘোষের নাম।

এত সব কথা মাথায় রেখেই জিজ্ঞাসাবাদ করা হবে অভিনেত্রীকে। এই জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নতুন কোন তথ্য উঠে আসবে বলেই আশা করছেন ইডি।