পর্ণা চ্যাটার্জী, কলকাতাঃ দুর্গাপুজো আসতে আর বেশি দেরি নেই। আর মাত্র মাস তিনেকের অপেক্ষা। কলকাতা শহর জুড়ে শুরু হয়ে গেছে পুজোর প্রস্তুতি। শহরের সব বড় বড় প্যান্ডেলে ইতিমধ্যেই হয়েছে গেছে খুঁটি পুজো। থিম ফাইনাল করে কাজ শুরু করে দিয়েছেন সব শিল্পীরাই।
গত ১৪-১৫ বছর ধরে কলকাতার পুজোর এক অন্যতম প্রতিদ্বন্দ্বী নাকতলা উদয়ন সংঘ। নাকতলা উদয়ন সংঘের প্রাণপুরুষ পার্থ চট্টোপাধ্যায়। তার মন্ত্রিত্ব কালেই প্রথম সারিতে আসে নাকতলা উদয়ন সংঘ। সেই ক্লাবে এবছর এসেছে বড় পরিবর্তন।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় এখন জেলে। তাই এই বছর পুজোর দায়িত্ব নেওয়া তার পক্ষে সম্ভব নয়। তাই এই বছর নাকতলা উদয়ন ক্লাবের দায়িত্ব হস্তান্তরিত হল।
গতকাল ৩রা জুলাই খুঁটি পুজো ছিল ক্লাবে। সেই দিনই ঠিক হয় এই বছর পুজোর দায়িত্বে থাকবেন অরূপ বিশ্বাস। এই ক্লাবের প্রধান পরামর্শদাতা হিসেবে ক্লাবের পাশে থাকবেন তিনি।
নাকতলা উদয়নের অন্যতম প্রতিদ্বন্দ্বী সুরুচি সংঘের প্রাণপুরুষ অরূপ বিশ্বাস। সুরুচি সংঘের পাশাপাশিই নাকতলা উদয়নের দায়িত্ব সামলাবেন তিনি। শুধুমাত্র এই দুটি পুজোই নয়, নিজের বিধানসভা এরিয়ার প্রতিটা পুজোর দায়িত্বেই তিনি থাকবেন বলেই জানা যাচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় এর জায়গায় অরূপ বিশ্বাস আসায় কী পরিবর্তন ঘটে নাকতলা উদয়ন ক্লাবে সেটাই এখন দেখার বিষয়।