অর্ণব রিঙ্গো ব্যানার্জির পরিচালনা , ঐন্দ্রিলা ব্যানার্জি দ্বারা প্রযোজিত ও ‘রিং এ বেল’ এর যৌথ প্রযোজনায় – ক্লিক OTT platform এর আগামী ওয়েব সিরিজ এর ফাইনাল পোস্টার। এবার সামনে এলো মুখ্য চরিত্ররা।
সম্প্রতি গা ছমছমে রহস্যের ইশারায় মুক্তি পেয়েছিলো ‘পিলকুঞ্জ’-এর “ফার্স্ট লুক পোস্টার”।
জনপ্রিয় নতুন জুটি শন ব্যানার্জি ও তৃণা সাহা কে নিয়ে দুর্ধর্ষ প্রথম ঝলক!
| এবার প্রস্তুত হলো ফাইনাল পোস্টার! |
পরতে পরতে লুকিয়ে বিপদ আর রহস্য উন্মোচনের ইশারা। নেপথ্যে হিংস্র বাঘের ক্ষিপ্ত নিষ্পলক চক্ষু আর জঙ্গলে, রক্তাক্ত, আহত কিন্তু দৃঢ় চাউনির সিদ্ধার্থ। ! সামনে মুখ্য চরিত্র রা। গ্রামীণ চিকিৎসা কেন্দ্রের ডাক্তার বিদিতা, গ্রামের ভয়াবহ প্রধান – রাম বাবু আর তার পরিবার ও কাহিনীর সাথে যুক্ত গুরুত্বপূর্ণ সদস্যরা।
উত্তরপ্রদেশের ব্যাঘ্রসংরক্ষণ এলাকার পাশে একটি ছোট্ট গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই কাহিনীর প্রেক্ষাপট। নরখাদক বাঘের হানায় প্রায়সই প্রাণ যেতো নিরীহ গ্রামবাসীর। তারই অন্তর্নিহিত ছিলো এক ভয়ানক সত্য। যা হিংস্র বাঘের থেকেও বেশি মারাত্মক।
২০১৭ সালে উত্তর ভারতে ঘটে যাওয়া বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরী একটি সিরিজ। সেই কাহিনীর ঘটনাচক্র, দুষ্কৃতীদের ভয়াবহ কূকর্ম, জঙ্গলের গা ছমছমে সত্যের অনুসন্ধানের রহস্যময় ও দুর্বিসহ অভিসার। আনাচে কানাচে লুকিয়ে থাকা মর্মান্তিক মৃত্যুর ইশারা। পলাতক ও শিকারীর জীবন মরণ ধাবনে পরতে পরতে জুড়ে থাকা দুর্ধর্ষ, সত্যিকারের কঠিন অ্যাক্শন ও গভীর জঙ্গল ও জঙ্গলী নদীর মাঝে রোমাঞ্চকর ঘটনাবলী। একজোট হয়েও মৃত্যুর অনিবার্য হাতছানি । দুর্গম গ্রামের বীভৎস নরখাদক কেলেঙ্কারির রহস্যভেদ কী সত্যিই অসম্ভব?
উত্তর জানতে হলে দেখতে হবে অর্ণব রিঙ্গো ব্যানার্জি পরিচালিত “পিলকুঞ্জ” ।
এই আগস্ট মাসেই Klikk OTT প্ল্যাটফর্মে.
কলা কুশলী
| অভিনয়ে |
সিদ্ধার্থ – শন ব্যানার্জী
বিদিতা – তৃণা সাহা
রামবাবু – শঙ্কর দেবনাথ
শৈলেশ – জোয়ী দেবরায়
সতিন্দর বুল্টি – দেবতনু
ঝর্ণা – বৃষ্টি রায়
গুল্লা – সোহম গুহা পত্তাদার
ডাঃ বীরবাহাদুর – প্রতীক রায়
জগমোহন – সৌরভ সাহা
কেশব – পালওয়াল চক্রবর্তী
মোহন্তি – গৌতম মৃদ্ধা
প্রযোজক – ঐন্দ্রিলা ব্যানার্জী
পরিচালনা, চিত্রনাট্য, সিনেমাটোগ্রাফী, সম্পাদনা ও নেপথ্য সঙ্গীত – অর্ণব রিঙ্গো ব্যানার্জী
সাউন্ড ডিজাইন ও শব্দ বিন্যাস – তীর্থঙ্কর মজুমদার
ভিসুয়াল এফেক্স – রজত দলুই
গণমাধ্যম প্রচার ও মার্কেটিং- রানা বসুঠাকুর