‘কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক/ মেঘলাদিনে দেখেছিলেম মাঠে/ কালো মেয়ের কালো হরিণ-চোখ।’ তা সে যতই কালো হোক না ক্ষতি কী? ফ্যাশনে সে যত কালো, ততই ট্রেন্ডি। সাদা, লাল, হলুদ কমলা, সবুজ ফ্যাশনে তা কখনও ইন বা আউট। তবে কালো রঙ জায়গা করে নিয়েছে পাকাপাকি ভাবে।
লুক স্পোর্টি হোক বা পার্টির, পারিবারিক অনুষ্ঠান হোক বা জমকালো সমাগম, কালোর কদর সব জায়গায়। শারী হোক বা পশ্চিমী পোশাক, কালো রঙ খেলে সর্বত্র।
সামান্য গয়না বা অ্যাকসেসারিজ, আবার ভারী সাজ, দুইয়েই সমান মানায় কালোতে। সেলেব ওয়ার্ডরোব ঘাটলেই আর যে রং থাকুক না থাকুক, কালো পোশাক থাকবেই। শাড়ি ক্ষেত্রে কালোর সঙ্গে পাড়ে অন্য রং-এর কম্বিনেশনও দেখা যায়। রঙিন স্কার্টের সঙ্গে কালো টপ বা রঙিন টপের সঙ্গে কালো স্কার্ট, দুই-ই দারুণ মানায়। সব মিলিয়ে কালোকে জগতের আলো বলা না গেলেও, নির্দ্বিধায় কালো ফ্যাশন জগতের আলো।