ত্বককে সুন্দর ও জেল্লাদার রাখতে পার্লরে গিয়ে প্রতি মাসে ফেসিয়াল আর দামি স্কিনকেয়ার প্রোডাক্টই কি একমাত্র বিকল্প? এই প্রশ্ন নারী-পুরুষ নির্বিশেষে সবার মনেই উঁকি দেন। তবে জানেন কী? খুব সাধারণ স্কিনকেয়ার রুটিনও আপনাকে জেল্লাদার ত্বক উপহার দিতে পারে? বেশ কিছু উপায় ঘরোয়া ফেসপ্যাক (Homemade Face Packs) ব্যবহার করেও আপনি পেতে পারেন সতেজ ও জেল্লাদার ত্বক। রইল এমন কিছু টিপস…
বেসন ও টক দই-এর ফেস প্যাকঃ
২ টেবিল চামচ বেসন এবং ১ টেবিল চামচ দই ভালভাবে মিশিয়ে তৈরি করুন এই প্যাক। অন্তত মিনিট ১৫ রেখে ঠাণ্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। এই বিশেষ প্যাকটি তৈলাক্ত ত্বকের জন্য অত্যন্ত উপকারী। বেসন ত্বকের বাড়তি তেল শুষে নেয় এবং দই ত্বককে ভিতর থেকে পরিষ্কার করে।
গোলাপ জল ও চন্দন পাউডারের ফেসপ্যাকঃ
২ টেবিল চামচ চন্দন পাউডার এবং পরিমাণ মতো গোলাপ জল মিশিয়ে নিন। শুকিয়ে গেলে ধুয়ে নিন। চন্দনে রয়েছে অ্যান্টিব্যাকটিরিয়াল গুণ। গোলাপ জলও ত্বকের জন্য উপকারী।
হলুদ, মধু ও দুধের ফেস প্যাকঃ
একটি পাত্রে ২ চামচ বেসন, এক চামচ দুধ আর এক চামচ মধু আর অল্প হলুদ মেশান। খেয়াল রাখতে হবে মিশ্রণটি যেন থিক-থিকে হয়। এই পেস্টটি মুখে ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন। তারপর ধুয়ে নিন। বেসন ত্বকের টক্সিন বের করতে সাহায্য করে।
অ্যালোভেরা জেল ফেসপ্যাকঃ
অ্যালোভেরা জেল এবং ভিটামিন ই ত্বকের জন্য বেশ উপকারী। ভিটামিন ই একটি অ্যান্টি-অক্সিড্যান্ট। একটি পাত্রে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন। একটি ভিটামিন ই ক্যাপসুল থেকে নির্যাস বের করে অ্যালোভেরা জেলের মধ্যে মেশান। দুটিকে ভাল করে ফেটিয়ে নিন। ব্যস ফেসপ্যাক তৈরি।
ফেসপ্যাক নিয়ে অজানা কথা…
১. কী ভাবে ব্যবহার করব?
অতিঅবশ্যই ফেসপ্যাক ব্যবহারের ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে ধুতে হবে।
২. কতক্ষণ রাখতে হবে?
১০-১৫ মিনিট।
৩. কতদিন ব্যবহার করতে হবে?
নিয়ম করে সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলেই পাবেন উজ্জ্বল ত্বক।